Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনের বাইরে যেতে তামিমিকে বাধা দিচ্ছে ইসরাইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৬ AM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতীক ফিলিস্তিনি তরুণী অহেদ তামিমি ও তার পরিবারের ওপর দেশের বাইরে যেতে বাধা দিচ্ছে ইসরাইল।

মঙ্গলবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এক সংবর্ধনা অনুষ্ঠানে তার উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু ইসরাইলের বাধার কারণে তিনি ইরান যেতে পারেননি। কিন্তু পরবর্তিতে তিনি উপস্থিত না থাকতে পারলেও তাকে বিরত্ব ও সাহসিকতা সরূপ ওই অনুষ্ঠানে তার প্রতি সকলে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর অনুষ্ঠানে আহাদ তামিমির পাঠানো একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে।

তিনি ভিডিও বার্তায় বলেছেন, ইরানের সঙ্গে ফিলিস্তিনি তথা আমার সাথে ভালো সম্পর্ক হোক ইসরাইল তা কখনোই চায় না। আমার দেশ তথা আমি সব সময় চাই ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। আমি সবসময় চাই ইসলামী বিপ্লবের দেশ ইরান সফর করতে। এই সপ্ন আমার অনেক আগে থেকে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল সে অনুমতি দিচ্ছে না।

এদিকে ইরানের টেলিভিশন চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাৎকারে অহেদ তামিমির বাবা বলেছেন, তার মেয়েকে ইসরাইল বিদেশ সফরের ব্যাপারে এই ভয়ে বাধা দিয়েছে যে, তারা মনে করে ইসরাইলের শত্রুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে অহিদ তামিমি মধ্যপ্রাচ্যকে খণ্ডবিখণ্ড করা সংক্রান্ত ইহুদিবাদী ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

গত ডিসেম্বর মাসে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান চালিয়ে ইসরাইলের বর্বর সেনারা আটক করেছিল ফিলিস্তিনের ১৭ বছর বয়সী এ তরুণীকে। সে সময় তামিমি ইসরাইলের দুই সেনার মুখে থাপ্পড় মারেন এবং সেই ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ভাইরাল হয়ে পড়ে।

তার বিরুদ্ধে সেনাদের ওপর হামলা, উসকানি দেয়া এবং ইসরাইলি সেনাদের কাজে বাধা দেয়াসহ ১২টি অভিযোগ আনা হয়। ইসরাইলি আদালত তাকে আট মাসের কারাদণ্ড দেয় এবং গত ২৯ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান।

Bootstrap Image Preview