Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিশোধ নিয়ে এশিয়া কাপে টিকে থাকলো মাশরাফিরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


চলতি এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে আফগানিস্তানকে রানে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকলো বাংলাদেশ

প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে উইকেটে ২৪৯ রান করে টাইগাররা ২৫০ রানের জয়ের লক্ষে ব্যাটিং  করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলা গড়ায় আফগানদের।৭ উইকেট হারিয়ে ২৪৬ রান করে নবীরা।ফলে রানের রুদ্ধশ্বাস জয় পায় টাইগাররা।

২৫০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলো আফগান দুই ব্যাটসম্যান শেহজাদ ইনসানউল্লাহ।কিন্তু তাদের এই জুটি বেশিক্ষণ উইকেটে থাকতে দিলেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।ইনসানউল্লাহকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন এই বাঁ-হাতি বোলার। মুস্তাফিজের উইকেটের আমেজ কাটতে না কাটতেই সাকিবের হাতে রান আউট হন রহমত শাহ।

পরপর দুই উইকেট হারিয়ে ব্যাটিং চাপে পড়ে আফগানরা। সেই চাপ কাটিয়ে শেহজাদ হাসমতউল্লাহ ব্যাটিং করতে থাকে।এই দুই ব্যাটসম্যান মিলে করে ৬৩ রানের জুটি।এরপর মাহমুদউল্লাহর বলে শেহজাদ বোল্ড আউট হলে ভেঙে জায় জুটি।

এরপর হাসমতউল্লাহ আসগরের ব্যাটিংয়ের জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানরা। টাইগার বোলারদের একের পর এক পরাস্থ করে এগিয়ে যেতে থাকে তারা। কোন ভাবেই এই দুই ব্যাটসম্যানকে দমাতে পারছিলো না মাশরাফিরা।

খেলা তখন আফগানদের হাতে তখন মাঠে টান টান উত্তেজনা এমন সময় বল হাতে নেন টাইগার দলপতি নিজেই ভেঙে দেন হাসমতউল্লাহ আসগরের জুটি।

এই জুটি ভাঙনের পরেই খেলার মোড় ঘুরে যায়। এরপর নবীর ব্যাটিংয়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যায় আফগানিস্থান।কিন্তু নবী শেষ মুহুর্তে আউট হয়ে যান। এরপর খেলা গড়ায় শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার মাত্র ১০ রান। তখন মাশরাফি বল তুলেদেন কাটার মাস্টারের হাতে। রুদ্ধশ্বাস শেষ ওভারে মুস্তাফিজ উইকেট সহ রান দেন কাটার মাস্টারের এই দুর্দান্ত বোলিংয়ে রানের জয় পায় বাংলাদেশ

এই জয়ের সাথে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগাররা। আগামী ২৬ তারিখ পাকিস্তানকে হারাতে পারলেই মাশরাফিদের ফাইনাল নিশ্চিত।

মাশরাফি একাদশঃ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান,মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক),মোহাম্মদ মিথুন আলী, নাজমুল ইসলাম অপু, ইমরুল কায়েস, লিটন দাস নাজমুল ইসলামশান্ত

 

 

Bootstrap Image Preview