Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট থেকে ১ উইকেট দূরে অ্যান্ডারসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৮ AM

bdmorning Image Preview


সোমবার ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই শিখর ধাওয়ন এবং চেতেশ্বর পূজারাকে তুলে নিয়ে টেস্টে উইকেট শিকারের তালিকায় গ্লেন ম্যাকগ্রার পাশে উঠে এলেন জিমি অ্যান্ডারসন। দু’জনেরই উইকেট সংখ্যা এখন ৫৬৩। ম্যাকগ্রা নিয়েছেন ১২৪ টেস্টে, অ্যান্ডারসন ১৪৩ টেস্টে।

তবে শুধু অ্যান্ডারসনই নন, স্টুয়ার্ট ব্রডও একটি নজির গড়ার সামনে এসে দাঁড়িয়েছেন। বিরাট কোহালিকে আউট করে ব্রড পৌঁছে গিয়েছেন ৪৩৩ উইকেট। তিনি ইতিমধ্যেই টপকে গিয়েছেন রিচার্ড হ্যাডলিকে। আর দু’টো উইকেট পেলেই এই ইংরেজ পেসার পিছনে ফেলে দেবেন কপিল দেবকে।

শেষ ইনিংসে এখনো ভারতের বাকি ৭ উইকেট। আজ শেষ দিনে অ্যান্ডারসন আর একটি উইকেট পেলেই ম্যাকগ্রাকে ছাড়িয়ে টেস্টের সবচেয়ে সফলতম ফাস্ট বোলার  হয়ে যাবেন অ্যান্ডারসন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকাতেও এককভাবে চারে উঠে যাবেন।

অ্যান্ডারসনের ওপরে থাকবেন শুধু তিন স্পিনার অনিল কুম্বলে (৬১৯ উইকেট), শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) ও মুত্তিয়া মুরালিধরন (৮০০ উইকেট)।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের টুইট, ‘‘আমরা যারা ভাগ্যবান, তারা মাঠে ছিলাম। আর এই ঘটনা কোনও দিন ভুলব না। কুকের সেঞ্চুরি। কোনও ক্রিকেটার যদি তার শেষ টেস্টে এ রকম একটা বিদায়ী সংবর্ধনা পাওয়ার যোগ্য হয়, তা হলে সে কুক। রূপকথা সত্যিই ঘটে।’’ সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘‘কুক ১৬১ টেস্ট আর মাত্র ৯২টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। একেবারে নিখাদ টেস্ট ব্যাটসম্যান। সে জন্যই ইংল্যান্ড ওকে এত ভালবাসে।’’  

Bootstrap Image Preview