Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে মুশফিক-মুস্তাফিজ !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৭ AM
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৭ AM

bdmorning Image Preview


এশিয়া কাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগে থেকে সুপার ফোর নিশ্চিত করায় এই ম্যাচের জয় পরাজয়ের হিসেব নিকেশ নিয়ে মাথা ঘামাচ্ছে না বাংলাদেশ দল। তবে আরব আমিরাতের আবহাওয়া ও ২৪ ঘন্টার ব্যবধানে দুটি ম্যাচ খেলার কথা মাথায় রেখে আজ আফগানদের বিপক্ষে একাদশে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রামে পাঠানোর কথা ভাবছেন নির্বাচকরা। 

হুট করে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনায় টাইগার ক্রিকেটারদের সব কিছুতেই তালঘোল পাকিয়ে গেছে। আজ আফগানিস্তানের সাথে ম্যাচের পর আগামিকাল আবার ভারতের সঙ্গে সেমিফাইনালে লড়তে হবে বাংলাদেশকে। দুবাইয়ের প্রচন্ড গরমের মধ্যে ২৪ ঘন্টার কম ব্যবধানে ম্যাচ খেলা থাকায় ক্রিকেটারদের বিশ্রামের ঘাটতি দেখা দিতে পারে। তাই আজ আফগাসদের বিপক্ষে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

প্রথমেই আসা যাক মুশফিকুর রহিমের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে তার পুরনো পাঁজরের ব্যাথাটা আবার দেখা দিয়েছিল। তবে ব্যাথা থাকা সত্বেও পুরো ম্যাচেই ব্যাটিং করেছেন। তাই আজ তাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা।সূচির জটিলতা এমনটাই ভাবাচ্ছে কোচ স্টিভ রোডসকে।

তামিমের বদলে শান্তর ওয়ানডে অভিষেক হওয়া অনেকটাই নিশ্চিত। নতুন করে অভিষেক হতে পারে মুমিনুল হকেরও। ২৬ ওয়ানডে খেলা মমিনুল সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে!

প্রচণ্ড গরম আর কঠিন কন্ডিশনে ইনজুরি প্রবণ মুস্তাফিজকে টানা দুই দিন খেলাতে চায় না দল। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তরতাজা রাখতে মোস্তাফিজকে বিশ্রামে রাখা হবে। মাঠে নামানো হবে পেসার আবু হায়দার রনিকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

Bootstrap Image Preview