Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুনঝরা এল ক্লাসিকো আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৪৪ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


নানা সমস্যার পর বিলম্বিত শিডিউলে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে ক্লাব ফুটবলের সবথেকে আকর্ষনীয় এই লড়াই।

লিগে এখন পর্যন্ত ১৬টি করে ম্যাচ খেলেছে দু’দল। দু’দলেরই পয়েন্ট সমান ৩৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে একে আছে গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সা। ৯ মৌসুম পর প্রথমবারের মতো সমান পয়েন্ট নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাসিকো। আজকের ম্যাচে জয়ী দলটি এককভাবে উঠে যাবে শীর্ষে, যেটা হতে পারে শিরোপা নির্ধারণী ফলাফলও।  

বরাবরের মতো এই ম্যাচেও চোখ থাকবে লিওনেল মেসির উপর। এল ক্ল্যাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। ইনজুরির কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচ মিস করেন তিনি। তারপরেও সবচেয়ে বেশি গোলের সঙ্গে জড়িতও এই সুপারস্টার (১২ গোল, ৬ অ্যাসিস্ট)।

অপরদিকে রিয়াল মাদ্রিদ তাকিয়ে থাকবে ফর্মে ফেরা ফরাসী তারকা করিম বেনজেমার দিকে। রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের মূল ত্রাতা হিসেবে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। মেসির সমান ১২ গোল করেছেন তিনিও।

শেষ ৫টি এল ক্লাসিকোর ফল পুরোপুরি রিয়ালের বিপক্ষে। একবারও জেতা হয়নি মাদ্রিদের রাজাদের, আর বার্সা জিতেছে ৪ বারই। এর্নেস্তো ভালভার্দেকে নিয়ে বার্সেলোনা সমর্থকদের যত হা-হুতাশ থাক, একটি জায়গায় তারা আছেন আগের মতোই। ভালভার্দেও রিয়ালকে হারিয়েছেন আরামসেই!

গত বছর এই ফিক্সচারে লিওনেল মেসি বিহীন বার্সার কাছে ৫-১ গোলে উড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০১৬ সালের পর লা লিগায় বার্সার বিপক্ষে জেতাও হয়নি তাদের। এই দশকে লা লিগার ১৯ ক্লাসিকোতে রিয়াল জিতেছে মাত্র চারবার, ১১ বারই জিতেছে বার্সেলোনা।

Bootstrap Image Preview