Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪৭ বছরের পুরনো জুতার দাম সাড়ে তিন কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ১২:১৫ PM আপডেট: ২৬ জুলাই ২০১৯, ১২:১৫ PM

bdmorning Image Preview


উপরের হেড লাইন পড়ে চোখ কপালেও উঠতে পারে। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য।১৯৭২ সালে তৈরি হয়েছিল এই জুতো। সেই জুতোর আবার একটা ইতিহাস রয়েছে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা নাইকি-র কো-ফাউন্ডার বিল বোয়ারম্যান বানিয়েছিলেন সেই জুতো। 

১৯৭২ অলিম্পিকে যে প্রতিযোগীরা দৌড়েছিলেন, তাঁদের ট্রায়াল দেওয়ার জন্যই জুতা তৈরি করেছিলেন তিনি। মাত্র ১২ পিস বানানো হয়েছিল। তার মধ্যে এই একটি জুতোই এখনও অক্ষত রয়েছে। তাই এই জুতোর দাম সাড়ে তিন কোটি টাকা। 

১৯৭২ সালে তৈরি এই জুতোকে বলা হয় ‘মুন শু’। কানাডার টরেন্টোর বাসিন্দা মাইলস নাদাল কিনেছেন সেই জুতা। তাঁর দুর্লভ জুতোর সংগ্রহ রয়েছে। নাদাল নিজের ব্যক্তিগ্রগ সংগ্রহে রাখবেন এই জুতো। 

এর আগেও ৯৯ জোড়া বিরল জুতো তিনি নিলামে কিনেছেন। মুন শু-কে তিনি বিরলতম সংগ্রহ বলে ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে খেলাধূলা ও পপ কালচার-এর সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই স্নিকার-এর। সোথেবি নামের একটি সংস্থা মুন শু-এর নিলামের ব্যবস্থা করেছিল।

Bootstrap Image Preview