Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪০ কোটি টাকা বকেয়া আদায়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০২:১৮ PM আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


ভারতের রিয়াল এস্টেট সংস্থা আম্রপালি গ্রুপের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সংস্থার থেকে এখনও ৪০ কোটি টাকা পাওনা বকেয়া থাকার কথা জানিয়েছেন তিনি। 

২০০৯ সাল থেকে আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ধোনি। কিন্তু ২০১৬ সালে প্রতারিত গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলে চুক্তি থেকে বেরিয়ে আসেন এম এস ধোনি। তাঁর স্ত্রী সাক্ষীও এই সংস্থার সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সব মিলিয়ে সংস্থার থেকে এখনও ৪০ কোটি টাকা পাওনা বকেয়া রয়েছে তাঁর। 

ধোনি জানিয়েছেন, ‘আম্রপালি গ্রুপের থেকে আমি ৩৮ কোটি ৯৫ লাখের কিছু বেশি পাই। তার মধ্যে ২২ কোটি ৫৩ লাখ টাকা মূল ধন এবং ১৬ কোটি ৪২ কোটি টাকা ১৮ শতাংশ সিম্পল ইন্টারেস্ট।’ তাঁর দাবি প্রমাণ করতে সংস্থার সঙ্গে সব চুক্তির নথিও শীর্ষ আদালতে জমা দিয়েছেন এম এস ধোনি। 

Bootstrap Image Preview