Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিয়ালে প্রত্যাবর্তনের ম্যাচে চমক দেখালেন জিদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১১:১২ AM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১১:১২ AM

bdmorning Image Preview


শনিবার রাতে লা লিগায় সেল্টা ভিগোকে ২-০ গোলে পরাজিত করে রিয়ালে নিজের দ্বিতীয় অধ্যায়ের শুভ সূচনা করলেন জিনেদিন জিদান। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন গোলের দেখা পান ইস্কো এবং গ্যারেথ বেল।

দায়িত্ব নিয়ে লিগে প্রথম চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করাই প্রথম লক্ষ্য কোচ জিদানের।

সান্তিয়াগো বার্নাব্যুতে টানা চার ম্যাচে হারের পর সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামে রিয়াল। তবে ঘরের মাঠে এদিন প্রাথমার্ধে গোল বিমুখ ছিল রিয়াল। আবার গোল করে সেল্টা ভিগোও পারেনি এগিয়ে যেতে। 

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে ব্যালন ডি’অর জয়ী মড্রিচ গোল করেন কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে গোলটি বাতিল করেন রেফারি। তবে এ হতাশা বেশিক্ষণ থাকেনি রিয়াল শিবিরে।

ম্যাচের ৬২তম মিনিটে দলকে উৎসবের উপলক্ষ্য এনে দেন ইস্কো। করিম বেনজেমার নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেল। মার্সেলোর পাস থেকে গোলটা করেন ওয়েলস ফরোয়ার্ড। চলতি লিগে এটা তার অষ্টম গোল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকর রিয়াল।

২৮ ম্যাচে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৪, অ্যাটলেটিকোর ৫৬। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রোববার রিয়াল বেতিসের মাঠে খেলবে।

Bootstrap Image Preview