Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নয় মাস পর পর্তুগাল দলে ফিরলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১১:১৫ AM আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


ঊরুগুয়ের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। জাতীয় দলের জার্সি গায়ে সেই শেষ মাঠে নামা। এরপর আর দেখা যায়নি পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে দেরিতে হলেও ন’মাস পরে আবার দেশের জার্সিতে খেলতে যাচ্ছেন তিনি।

আগামী সপ্তাহে ২০২০ ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল দু’টি ম্যাচ খেলবে ইউক্রেন (২২ মার্চ) এবং সার্বিয়ার (২৫ মার্চ) বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে লিসবনে। দেশের মাটিতে সেই দুই ম্যাচে পর্তুগালের হয়ে ফের মাঠে নামবেন জুভেন্টাস তারকা। 

এর আগে তাঁকে বাদ দিয়েই জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস নেশনস লিগ ফাইনালে তুলেছেন পর্তুগালকে। কিন্তু জুভেন্টাসের হয়ে রোনালদোর সাম্প্রতিক ফর্ম বিচার করে তাঁকে আবার দলে ফেরানো হয়েছে। জাতীয় দলের হয়ে তিনি ইতিমধ্যে ৮৫টি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন।

দুই ম্যাচের জন্য পর্তুগাল স্কোয়াড

গোলরক্ষক: রুই প্যাট্রিসিও, বেতো, হোসে সা

ডিফেন্ডার: হুয়াও ক্যানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন ডিয়াজ, রাফায়েল গুইরেরো, মারিও রুই

মিডফিল্ডার: দানিলো পেরেইরা, রুবেন নেভেস, উইলিয়ামস কারভালহো, ব্রুনো ফার্নান্দেস, হুয়াও মারিয়াও, হুয়া মৌতিনহো, পিজ্জি

ফরোয়ার্ড: বার্নার্দো সিলভা, হুয়াও ফেলিক্স, গন্সালো গুইদেস, রাফা সিলভা, আন্দ্রে সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোতা এবং ডিয়েগো সৌসা।

Bootstrap Image Preview