Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুযোগের অপেক্ষায় দেহ ব্যবসায়ীরা, সতর্ক করলেন কারিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২১, ১০:১৬ PM আপডেট: ২৭ মে ২০২১, ১০:১৬ PM

bdmorning Image Preview


করোনার করুণ থাবায় অনেকের জীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। কেউ বাবা হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, আবার কেউ বাবা-মা দুজনকে হারিয়ে অনাথ হয়ে পড়েছেন। নির্মম কঠিন এই সময়ে অনেক শিশুকেই দেহ ব্যবসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, শিশুশ্রমিক হতেও বাধ্য করা হচ্ছে। এর বিরুদ্ধেই সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান।

ইনস্টাগ্রামে ‘ব্রুট ইন্ডিয়া’র একটি ভিডিওর স্ক্রিনশট শেয়ার করেছেন কারিনা। সেখানে জানানো হয়েছে, কীভাবে এই কোভিড পরিস্থিতিতে শিশুরা অসহায় এবং অনাথ হয়ে পড়েছে। দত্তক প্রয়োজন বলে সোশ্যাল মিডিয়ায় অনেক পোস্টও দেওয়া হচ্ছে। কিন্তু এমন সময়েও অনেক ধরনের প্রতারণা হচ্ছে। শিশুদের দেহ ব্যবসার দিকেও ঠেলে দেওয়া হচ্ছে। মাত্র ১ কেজি আটা কিংবা চাল পাওয়ার জন্য যৌননিগ্রহের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। তাই কোনও শিশুকে দত্তক নিয়ে কিংবা তার পাশে দাঁড়ানোর ইচ্ছে থাকলে নিয়ম মেনে সঠিক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইনস্টাগ্রাম স্টোরিতে আক্ষেপ করে এই অভিনেত্রী লিখেছেন, 'খুবই খারাপ লাগছে এটা দেখে যে, আমাদের দেশের শিশুদের বেঁচে থাকার প্রাথমিক প্রয়োজন মেটাতে এতটা নিষ্ঠুরতার সম্মুখীন হতে হচ্ছে। দয়া করে শিশুদের তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। তার বদলে চাইল্ড লাইন নম্বর ১০৯৮-এ ফোন করুন যে কোনও তথ্য এবং প্রশ্নের উত্তর জানতে পারবেন।'

সূত্র: সংবাদ প্রতিদিন

Bootstrap Image Preview