Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘নোয়াখালীর পায়েস’ নিয়ে চটেছেন পলাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২১, ১০:৪১ AM আপডেট: ২৫ মে ২০২১, ১০:৪১ AM

bdmorning Image Preview


বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। সম্প্রতি শেষ হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তার অভিনীত কাবিলা চরিত্রটি দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে পলাশের এই জনপ্রিয়তাকে পুঁজি করে সম্প্রতি একটি মহল ফায়দা লুটার চেষ্টা করছে।

মহলটি পলাশ অভিনীত ‘প্লুরাল পার্সন থার্ড নাম্বার’ নাটকটিকে ‘নোয়াখালীর পায়েস’ নামে ইউটিউবে প্রকাশ করেছেন। মূলত তারা ইউটিউবে ভিউয়ের ব্যবসা করে যাচ্ছেন। বিষয়টি নজরে এসেছে এই অভিনেতার। এ বিষয়ে নিজের ফেসবুক পেজ এবং ব্যক্তিগত আইডিতে ভক্তদের সতর্ক করে একটি পোস্ট দিয়েছেন পলাশ।

পলাশ লিখেছেন, 'বেশ কয়েকদিন যাবত আমাকে অনেকেই ফোন দিয়ে, ম্যাসেজ দিয়ে এই ভুয়া নাটকটির (নোয়াখালীর পায়েস) কথা বলছে। যদিও এই নামের কোন নাটকেই আমি কাজ করিনি। বরং নাটকটির লিংকে ঢুকলেই আপনারা দেখতে পাবেন আমার অভিনীত অন্য নাটক। যার নাম ‘প্লুরাল পার্সন থার্ড নাম্বার’। যেটি প্রচারিত হয়েছিলো বঙ্গ বিডির ইউটিউব চ্যানেলে। সস্তা ভিউজের জন্য অনেকেই অরিজিনাল নাটকের নাম মুছে দিয়ে অন্য কোন নাম ব্যাবহার করছে। এতে করে আমি সহ অনেকেই বিভ্রান্তিতে পড়ছে।'

তিনি আরও লিখেছেন, 'যারা এই কাজটি করছেন তারা কপিরাইট আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ করছেন। আমি বঙ্গ বিডির দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেনো এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এবং দর্শকদেরও বলছি আপনারা এই সমস্ত ভুয়া ইউটিউব চ্যানেল রিপোর্ট করে বর্জন করুন। ধন্যবাদ।'

Bootstrap Image Preview