Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাফিয়াদের সঙ্গে যোগাযোগের বিষয়ে যা বললেন শাহরুখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০৪:২০ PM আপডেট: ২০ এপ্রিল ২০২১, ০৪:২০ PM

bdmorning Image Preview


মুম্বাইয়ের নানা মাফিয়া সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তারকাদের নিয়ে গুজব থাকাটা স্বাভাবিক, শাহরুখের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তবে এমন গুজবের ফলে একসময় তাকে মুম্বাই থেকে বিতাড়িত করার বেশ আলোচনা উঠেছিল।

সে সময় ভারতের শীর্ষস্থানীয় লেখকদের একজন আশোক ব্যাঙ্কার তার এক কলামে শাহরুখকে মুম্বাই থেকে বের করে দেওয়ার প্রস্তাবও জানান। তিনি অভিযোগ করেন, মুম্বাইয়ে শাহরুখের থাকা মানে এই শহরের মানুষদের হুমকির মধ্যে থাকা। তার সঙ্গে মুম্বাইয়ের সব থেকে বড় মাফিয়া সংগঠনের নিয়মিত যোগাযোগ হয়।

তবে আশোকের সেই অভিযোগের প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি শাহরুখ। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'অশোক ব্যাঙ্কার একবার লিখেছিলেন যে আমাকে মুম্বাই থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ আমি এখানে বাস করা মানে নাকি সমস্ত মানুষের জন্য হুমকি এবং বিপদ। এটা শোনা শুধুমাত্র আমার কাছে কুরুচিপূর্ণই ছিল না, একই সাথে নিজের সম্পর্কে শোনা সব থেকে বাজে কথা বলে মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে কোথায় থাকবে এটা কারোর বলার অধিকার নেই। তাই অবশ্যই কেউ আমাকে মুম্বাই ছেড়ে চলে যাওয়ার কথাও বলতে পারেন না।'

Bootstrap Image Preview