Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগ্রহের জায়গায় সজল-তিশা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২১, ০৫:০১ PM আপডেট: ০৫ এপ্রিল ২০২১, ০৫:০১ PM

bdmorning Image Preview


আকাশে পূর্ণ চাঁদ। কিছু মেঘ এসে চাঁদকে ঢেকে দিচ্ছে। উন্মুখ হয়ে তার দিকে তাকিয়ে আছেন সজল। তাসনুভা তিশার দিকে তাকিয়ে বলছেন, ভালোবাসতাম তোকে। ঘটনাক্রমে তিশাকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্তনাদে ফেটে পড়েন তিনি। ‘ব্যাচ ২০০৩’ সিনেমার টিজারে তাদের দুজনের স্বল্পসময়ের রহস্যময় এমন উপস্থিতি দর্শককে ভাবিয়ে তুলেছে। ফলে সিনেমাটি দেখতে দর্শকদের উত্তেজনা একধাপ বাড়িয়ে দিয়েছেন সজল ও তিশা।

এ প্রসঙ্গে সজল বলেন, 'আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিলো। দর্শক আমাকে আগে কখনো এমন চরিত্রে দেখেননি। চমকের বিষয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকরা দেখলেই সেটি উপলব্ধি করতে পারবেন।'

তিনি আরও বলেন, 'এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবাই বেশ পরিশ্রম করেছেন। টানা শুটিং হয়েছে। কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজের সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচেছি। পুরো টিমের পরিশ্রমের জন্যই কাজটা এত ভালোভাবে শেষ হয়েছে। শুধু এটুকু বলতে চাই- কেউ নিরাশ হবেন না, সকলের মনে ভালোলাগার জায়গা করে নিবে ব্যাচ ২০০৩।'

অন্যদিকে তাসনুভা তিশা বলেন, 'আমি এখানে এশা চরিত্রে অভিনয় করেছি। যে টুকটাক মডেলিং ও অভিনয় করে। এখানে ত্রিভূজ প্রেমের একটা বিষয় আছে। এছাড়া গল্পে একের পর এক চমক থাকবে। আমরা খুব মজা করে কাজটি করেছি।'

তিনি আরও বলেন, ‘টানা ছয় মাস প্রি-প্রোডাকশনের পর গেলো ডিসেম্বরে এর শুটিং শুরু হয়। প্রচণ্ড ঠাণ্ডার ভেতর পাতলা একটা শাড়ি পরে আমাকে অভিনয় করতে হয়েছে। শারীরিকভাবে পুরো শুটিংটা আমার জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল।’

'ব্যাচ ২০০৩' সিনেমার টিজার প্রকাশের পরই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই টিজারটির প্রশংসা করে শেয়ার করছেন। এই সিনেমার মাধ্যমে গায়ক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে সজলের।

রাফায়েল আহসানের গল্প অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন চলচ্চিত্রটির পরিচালক পার্থ সরকার। এটি তার প্রথম চলচ্চিত্র। ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই সিনেমায় সজল ও তিশা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি, অনিকা তাবাসসুম, তৌহিদুল ইসলাম, ফজলে রাব্বি, জান্নাত প্রমুখ।

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখ দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘ব্যাচ ২০০৩’। দর্শককে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। তারপরই সকল রহস্যজট তাদের সামনে উন্মোচিত হবে।

Bootstrap Image Preview