Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘উপকারী ব্যক্তির পিঠের চামড়া থাকে না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:৩৬ AM আপডেট: ৩০ মার্চ ২০২১, ১০:৩৬ AM

bdmorning Image Preview


ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সরব ভূমিকা রাখেন। পর্দার এই নায়ক বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ান। শত ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় নিজের লেখনীর মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী একটি অর্জুন গাছ ও নিজের ছবি পাশাপাশি শেয়ার করে লিখেছেন, 'উপকারী গাছের যেমন ছাল থাকে না, তেমনি উপকারী ব্যক্তির পিঠের চামড়াও থাকে না! এইটার প্রমাণ এই অর্জুন গাছ।'

ভক্তদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি লেখেন, 'আপনি যত আবেগী হয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবেন, যত সহযোগিতা করবেন, সার্বিকভাবে পাশে থাকবেন ততবেশি আপনার দূর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করবে কিছু মানুষ। তার মানে এই নয় যে, আপনি বিপদে কারো পাশে দাঁড়াবেন না। অবশ্যই দাঁড়াবেন, কিন্তু আবু জাহেল মীরজাফর মুনাফিকদের থেকে সাবধান সর্তকতা অবলম্বন করতে হবে। কারণ কিছু কিছু মানুষ আছে তারা প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন শেষে আপনাকে গালি দিবে- এটা আপনি ধরে নিতে পারেন৷'

তিনি আরও জানিয়েছেন, 'তারপরও আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে কেউ যদি আপনার দ্বারা উপকৃত হয়ে আপনাকে পেছন থেকে বাঁশ দেয় সেই বাঁশ আপনি একত্রিত করে জনগণের নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেবেন। আপনার এই কর্মের ফল আল্লাহপাক অবশ্যই আপনাকে উত্তম জায়গায় দান করবেন ইনশাআল্লাহ।'

Bootstrap Image Preview