Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা থেকে বাঁচতে কনকচাঁপার পরামর্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ১১:৪০ AM আপডেট: ২৬ মার্চ ২০২১, ১১:৪০ AM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনক চাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশের পাশাপাশি সচেতনতামূলক পোস্টও করেন। এবার করোনা থেকে ‘বাঁচতে’ পরামর্শ দিয়েছেন এ কণ্ঠশিল্পী।

গেলো ২৩ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে পরামর্শ দিয়েছেন তিনি। কনকচাঁপার দেওয়া ওই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আপনি ভাবছেন মহামারি (করোনা ভাইরাস) আবার বেড়ে গেছে, আপনি মারা যাবেন, বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন। অথচ পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মউত’, অর্থাৎ, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তা বন্ধ।

আপনি ভাবছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্য শহর ছেড়ে পালাবেন কিন্তু হাদীসে বলা হয়েছে, ‘যখন মহামারি ছড়িয়ে পড়বে, আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখানেই অবস্থান করবে। মহামারি এলাকা থেকে পলায়ন করা জিহাদের ময়দান হতে পলায়ন করার মতোই অপরাধ।’ (মিশকাতুল মাসাবীহ-৬১)

আপনি বলছেন মহামারিতে (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে মারা গেলে আপনি জানাজা পাবেন না। আর রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মহামারিতে মারা যাওয়া প্রত্যেক ব্যক্তিই শহীদ।’ (মিশকাতুল মাসাবীহ-১৫৪৬)

আপনি খাদ্য সংগ্রহ করছেন করোনা ভাইরাসের ভয়ে, যেন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেলে আপনাকে খাদ্যের অভাবে মারা যেতে না হয়। কিন্তু কুরআনে পাকে বলা হয়েছে, ‘যমীনের উপর বিচরণশীল এমন কোনো জাতি নেই, যার রিযিক আল্লাহ পাক নির্ধারণ করেননি।’(সূরা: হূদ-৬)

আপনার ঘর ভর্তি খাবার মজুদ আছে অথচ, সেদিন মৃত্যুর ফেরেশতা (মালাকুল মউত) এসে হাজির হয়ে বলবে, ‘ওহে আমি পুরো পৃথিবী সন্ধান করে আপনার জন্য এক ফোটা পানির ব্যবস্থা করতে পারিনি, এক টুকরো রুটি পর্যন্ত সংগ্রহ করতে আমি ব্যর্থ হয়েছি, সুতরাং আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে।’

অতঃপর, ধৈর্য্য ধারণ করুন। মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে, পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমিন।

Bootstrap Image Preview