Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বানাতেন টিকটক, জায়গা পেলেন হলিউডে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০৯:৩৮ PM আপডেট: ২০ মার্চ ২০২১, ০৯:৩৮ PM

bdmorning Image Preview


বর্তমানে সারাবিশ্বে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক। বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। এই অ্যাপ ব্যবহারে নানা বিতর্ক থাকলেও কেউ কেউ এই অ্যাপের কল্যাণে সাফল্য পেয়েছেন। তাদেরই একজন মার্কিন তরুণী অ্যাডিসন রে স্টারলিং। টিকটকে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি স্থান করে নিয়েছেন হলিউডে।

হলিউডের আলোচিত সি'জ অল দ্যাট সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী এই টিকটক তারকা। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের নিজেই খবরটি জানিয়েছেন অ্যাডিসন।

তিনি লেখেন, অবশেষে আমার স্বপ্ন সত্যি হল। ধন্যবাদ আমার ফ্যান-ফলোয়ারদের। তাদের জন্য এই স্বপ্ন পূরণ হয়েছে। তোমাদের অনেক ভালোবাসি।

বিশ্বময় টিকটকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম অ্যাডিসন রে স্টারলিং। বর্তমানে টিকটকে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৬ কোটি। টিকটক থেকেই কোটি কোটি টাকা আয় করছেন অ্যাডিসন। গত বছর টিকটক থেকে তার আয় হয় ৫০ লাখ মার্কিন ডলার।

Bootstrap Image Preview