Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ দিতির পঞ্চম মৃত্যুবার্ষিকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০৮:৪৮ PM আপডেট: ২০ মার্চ ২০২১, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


দেশীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। অভিনয়গুণে লাখো মানুষের হৃদয় জয় করা এই অভিনেত্রীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২০ মার্চ)। ২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে দিতির পথচলা শুরু। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে দিতি অভিনীত প্রথম ছবিটি মুক্তি পায়নি। এরপর দিতি অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। আজমল হুদা মিঠুর পরিচালনায় তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘আমিই ওস্তাদ’।

একে একে হীরামতি, দুই জীবন, ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, কালিয়া, স্বামী-স্ত্রী, মেঘের কোলে রোদ, জোনাকির আলো, তবুও ভালোবাসি, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনীসহ প্রায় দুই শতাধিক ছবিতে অভিনয় করেন দিতি।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘যে গল্পে ভালোবাসা নেই’। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন দিতি। টিভি নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করতেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

Bootstrap Image Preview