Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘দীঘি আমাকে নিয়ে এসব বলার সাহস পায় কিভাবে?'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২১, ০৭:৪৮ PM আপডেট: ১০ মার্চ ২০২১, ০৭:৪৯ PM

bdmorning Image Preview


আমি কারও বিরুদ্ধে লাগি না। আপনারা জানেন চিত্রনায়িকা দীঘি আমাকে নিয়ে কী মন্তব্যটা করেছেন! যে শিল্পী আরেকজন শিল্পীকে অসম্মান করে কথা বলে সে কোনোদিন শিল্পী হতে পারে না। আমি কারও দয়া কিংবা কারও করুণায় এ জায়গায় আসিনি। আমাকে কেউ কিন্তু এ জায়গায় আনেনি। আমি নিজের যোগ্যতায় এসেছি। নিজের ইউটিউব চ্যানেলে কথাগুলো বলেছেন হিরো আলম।

মূলত কোনো এক সাক্ষাৎকারে দীঘির কাছে কয়েকজন অপছন্দের অভিনেতার নাম জানতে চাইলে তিনি প্রথমেই বলেন হিরো আলমের কথা।

দীঘি বলেন, ওকে অভিনেতা বলা যায় না। ওকে অভিনেতা হিসেবে ধরিও না। নামের আগে হিরো শব্দটা যুক্ত করে রেখেছে। আসলে আমি এ বিষয়ে কথাই বলতে চাই না। আমি অপছন্দ কাউকে করবো না। আমি মোটামুটি কমবেশি সবার সঙ্গেই কাজ করেছি। আর অভিনেতা শব্দটা অনেক ভারি শব্দ। এটা সবাইকে বলা যায় না। নায়ক/হিরো সহজে হওয়া যায়, কিন্তু অভিনেতা সবাই হতে পারে না। কিছু কিছু পাবলিক থাকে নামের আগে হিরো বসাই ফেলে এবং হিরো হয়ে যায়।

হিরো আলম বলেন, আমি দীঘির কী ক্ষতি করছি ভাই। যে দীঘি আমার নামে এইসব কথা বললো। আমি নিজের টাকা দিয়ে সিনেমা বানাইছি। যা করছি নিজের যোগ্যতায়। দীঘি আমাকে নিয়ে এই কথা বলার সাহস পায় কিভাবে?

Bootstrap Image Preview