Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে দেখার উত্তেজনায় সারারাত ঘুমাতে পারেনি শ্রাবন্তী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২১, ১২:৪১ PM আপডেট: ০৮ মার্চ ২০২১, ১২:৪১ PM

bdmorning Image Preview


সদ্যই রাজনীতিতে এসেছেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। আজ রবিবার (৭ মার্চ) ব্রিগেডে সমাবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে মোদির সঙ্গে প্রথম সাক্ষাতের আগের রাতে প্রায় ঘুম হয়নি, এমনটাই জানিয়েছেন প্রার্থী হতে আশাবাদী শ্রাবন্তী।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। সকাল-সকাল উঠেছি। রাতে বলতে গেলে ঘুম হয়নি। কারণ প্রথমবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যাব। তার সঙ্গে দেখা হবে। অত্যন্ত উত্তেজিত। সোনার বাংলায় আসার জন্য স্বাগত জানাব।’

তিনি আরো বলেন, বিধানসভা ভোটের প্রার্থী হতে চাই। তবে বাকিটা নির্ভর করছে দল এবং ওপরওয়ালার ওপর।

প্রসঙ্গত, প্রথমসারির তারকারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে সেজে উঠছেন। আর সেই ধারাহিকতায় বিজেপিতে যোগ দিয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী। ক’দিন আগেই তিনি দিলীপ ঘোষের উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। মুহূর্তের মধ্যে সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রোলের শিকার হন শ্রাবন্তী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Bootstrap Image Preview