Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে মুখ খুললেন শাকিল খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৭:২৯ PM আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩০ PM

bdmorning Image Preview


এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। ব্যস্ত রয়েছেন ব্যবসা-বাণিজ্য নিয়ে।এবার স্ত্রীর সঙ্গে লাইভে এসে জানালেন চলচ্চিত্র ছেড়ে দেয়ার কারণ। কেন তিনি এখন আর সিনেমায় অভিনয় করেন না? লাইভে দর্শকের এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, ‘কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারণা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে। চিন্তা ছিল সুন্দর ও ভালো কাজ উপহার দেওয়ার।’

সিনেমায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।'

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে আজ ২২ ফেব্রুয়ারি স্বামীকে তিনি তার ব্যবসায়িক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। এসময় এসব কথা বলেন শাকিল খান।

৯০ দশকের শেষে আমার ঘর আমার বেহেস্ত চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল নায়ক শাকিল খানের। ১৩৪টি চলচ্চিত্রের নায়ক শাকিল খান অবশ্য এখন চলচ্চিত্র থেকে রয়েছেন বেশ দূরে। কারণ হিসেবে তিনি বেশ কিছু অভিমানের কথা জানিয়েছেন। সেই অভিমান থেকেই অভিনয়ে আর ফিরে আসার সম্ভাবনা দেখেন না তিনি।আমার ঘর আমার বেহেশত' ছবির মাধ্যমে ১৯৯৭ সালে চলচ্চিত্রে পদার্পণ করেন শাকিল খান। শাকিব আহসান আসল নাম হলেও চলচ্চিত্রে শাকিল খান নামেই পরিচিত হন। চলচ্চিত্র অভিনেতা শাকিল খান বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে সরে এসে ব্যবসায়ে মনোযোগ দিয়েছেন।

রোজ হারবাল' নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি, ঢাকার বাংলামোটরে অফিস। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যোগ দিয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন যেখান থেকে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। সালমান শাহের মৃত্যুর পর, শাকিল খান বাংলা চলচ্চিত্র শিল্পে জনপ্রিয় এবং সফল অভিনেতা হিসেবে স্থান গ্রহণ করেন। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন শাকিল খান। শাকিল-পপি জুটির আলোচিত ছবির মধ্যে আছে- এই মন তোমাকে দিলাম’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘মা যখন বিচারক’, ‘আমার বউ’, ‘পাহারাদার’। ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় হাজির হন শাকিল খান। ওই ছবিটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান।

এতে শাকিল খানের বিপরীতে অভিনয় করেছেন পপি। অন্যদিকে ১৯৯৭ সালে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে এই নায়িকার। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে তার অভিনয় নৈপুণ্য সবার চোখে পড়ে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি।বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘কষ্ট’, ‘মগের মুল্লুক’সহ অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ বউ’ চলচ্চিত্রে শেষবার তাকে বড় পর্দায় দেখা গেছে। এরপর টানা ৫ বছর শাকিল খানের চলচ্চিত্রে উপস্থিতি নেই। 

Bootstrap Image Preview