Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিয়ের প্রতিশ্রুতি নয়, এই সহবাসে রয়েছে অন্য় সমস্যা! (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩০ PM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩০ PM

bdmorning Image Preview


সহবাস শব্দটি খুব গম্ভীর৷ তার মধ্যে লুকিয়ে থাকে কোনও কোনও প্রতিশ্রুতি৷ তাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে কত মানুষ হারিয়েছেন তাদের প্রেম৷ কিন্তু আধুনিক সমাজ এই সব গালভারী শব্দে বা বিশ্বাস থেকে অনেক দূরে৷ তারা অনেক খোলামেলা সম্পর্কে বিশ্বাস করে৷ তাই তো অনেকে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে সাহসের সঙ্গে সহবাস করেন ৷ কিন্তু সেই সহবাসে কী কোনও সমস্যা হয় না? সেই সহবাসে কী সত্যিই কোনও দাবি থাকে না৷ ভালবাসার সঙ্গে জুড়ে যায় না কোনও দায়িত্বের? এই প্রশ্ন দেবেন ইশা-অনুভব! তাদের ছবি সহবাসে-এর গল্প এগিয়েছে এই সব প্রশ্ন নিয়েই৷

অঞ্জন কাঞ্জিলাল পরিচালিত প্রথম বাংলা ছবি সহবাসে৷ থিয়েটার জগতের দিকপাল অঞ্জনবাবু ফিরতে চেয়েছেন শিকড়ের কাছে৷ তাই দিল্লিতে বসবাসকারী অঞ্জন ফিরলেন বাংলায় ছবি তৈরি করতে৷ তিনি খুবই আশাবাদী বাঙালি দর্শকদের নিয়ে৷ সরাসরি বলছেন, ভাল লাগলে যেমন প্রশংসা করবেন, খারাপ হলেও বলতে, কারণ সেই তথ্য তাঁকে সাহায্য করবে নিজের দোষত্রুটিগুলি বুঝতে৷ এই গল্প তিনি মঞ্চে আগেই পরিবেশন করেছেন দর্শকদের সামনে৷ তবে এবার সেলুলয়েডে আসছে সহবাসে৷ প্রতিটি শিল্পী চান তাঁদের কাজকে ডকুমেন্ট করতে৷ যেটা থিয়েটারে করা হয় না৷ তাই ছবির মাধ্যেম নিজের কাজের একটা দলিল তৈরি করতে চাইলেন অঞ্জন৷ ছবির ট্রেলার রিলিজে নিজে স্বীকার করেছেন সে কথা৷

ছবিতে ইশা-অনুভব খুবই সতঃস্ফূর্ত৷ ইশার কথায়, গল্পটা এতই নিজের মনের মতো এবং চরিত্রটাও যেন অনেকটা আমার সঙ্গে মেলে৷ তাই তো প্রথমে সময়ের অভাব থাকলেও, এই ছবিতে আমি কাজ করতে চেয়েছিলাম৷ এবং কাজ করেছি৷ অনুভবও এই ছবিতে খুব উজ্জ্বল৷ তাঁর ও ইশার রসায়ন বেশ জমজমাট৷ মফস্বল থেকে শহরে এসে ফ্ল্যাট শেয়ার করা, আর সেখান থেকে প্রেম৷ এই ভাবে এগিয়েছে ছবির গল্প৷ ছোট শহরের সরলতা কাটিয়ে বড় শহরের কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে জটিল হতে থাকে জীবন৷ খোলা মনের প্রেমেও সে থাবা বসায়৷ খুব ছোট থেকেই বাবার থিয়েটারে অভিনয় করেছেন অনুভব৷ তাই শ্যুটিং সেটে পরিচালকের ছেলে হিসেবে আলাদা কোনও খাতির মেলেনি তাঁর৷ খুবই পেশাদার অভিনেতা অনুভব এর আগে টলিউডে নিজের অভিনেয় দক্ষতা দেখিয়েছেন৷ টলিউডে নিজের ছাপ রাখতে ধীরেধীরে তৈরি হচ্ছেন তিনিও৷

তরুণদের উপর ভরসা করেছেন পরিচালক৷ ছবি কাস্ট অ্যান্ড ক্রু সকলের মধ্যে সেই ছাপ রয়েছে৷ ছবির চিত্রগ্রাহক মধুরা পালিত৷ মহিলা সিনেম্যাটোগ্রাফার হিসেবে ইতিমধ্যে বিশ্বজুড়ে তাঁর খ্যাতি৷ নিজের কাজের মাধ্যমে সেই ছাপও রেখেছেন মধুরা৷ ঝকঝকে সব শট দেখেই চোখ জুড়াবে৷ মধুরা বলছেন যে, এই ছবির গল্প আমাদের প্রজন্মের৷ তাই কাজ করতে খুব সুবিধা হয়েছে এবং একেবারে যেন মনের কথা ক্যামেরার মধ্যে দিয়ে তুলে ধরেছি! সবাই এক বয়সের ছিলাম, তাই কাজ করতে খুব মজা পেয়েছি৷ আর মধুরার সম্পর্কে এক গোপন তথ্য ফাঁস করলেন পরিচালক৷ জানালেন যে স্যুইমিং পুলের আলো কেমন হবে, তা সাঁতার কাটতে কাটতে ঠিক করেছিলেন মধুরা!

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এই ছবি৷ এখন সাধারণ দর্শকদের মুক্তির অপেক্ষায় সহবাসে৷

Bootstrap Image Preview