Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৫৪ PM আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৫৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ইতিবাচক কনটেন্ট তৈরি করে শেয়ার করার জন্য এ অ্যাকাউন্ট খুলেছেন তিনি।

রবিবার (২০ ডিসেম্বর) এক ট্যুইট বার্তায় তিনি জানান, অনলাইনে ভিডিও শেয়ার করার মাধ্যম টিকটক তাই এই অ্যাকাউন্ট খুলেছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম টিকটকে আমি অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করেছি। জনগণ যেখানে, আমরাও সেখানে থাকতে চাই।

তিনি আরও বলেন, আরবের ইতিবাচক কনটেন্ট তৈরি করে এখানে শেয়ার করতে চাই। তরুণদের কথা শোনার আর আমাদের গল্প তাদেরকে শেয়ার করার জন্য আমার এ টিকটক অ্যাকাউন্ট।

নতুন অ্যাকাউন্ট খুলে একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেছেন দুবাইয়ের শাসক। এরই মধ্যে এতে লাইক ৯০ হাজার ছড়িয়ে গেছে।

টিকটক ছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারে উল্লেখযোগ্য অনুসারী রয়েছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের। ইনস্টাগ্রামে তার অনুসারী ৫৪ লাখ, আর টুইটারে তার অনুসারী এক কোটির বেশি।

Bootstrap Image Preview