Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেইজের ভোকালিস্টের কণ্ঠে আযান,ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পলাশ নূর কিছুদিন আগেই দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেইজে মূল ভোকালিস্ট হিসেবে যোগদান করেছেন। ওয়ারফেইজ মানেই তারুণ্য, এক উন্মাদনার নাম। সেই ব্যান্ডদলের মূল ভোকালিস্ট হিসেবে কাজ করা চারটি খানি কথা নয়। ক'দিন আগেই মাইলসের চল্লিশ বছর পূর্তির কনসার্টে অতিথি দল হিসেবে ওয়ারফেইজকে নেতৃত্ব দিয়েছেন। তবে আজকের প্রসঙ্গ ভিন্ন।

পলাশ নূর নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে পলাশ আযান দিচ্ছেন। সেই কণ্ঠের মধুরতা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। পলাশ বলছেন, আমাদের অফিসের নীচে একটা নামাজ ঘর আছে । যেখানে মাগরিবের আযানটা আমি মাঝে মাঝেই দেই আমাদের ইমাম সাহেব ও কয়েকজন বড়ভাই , কলিগদের অনুরোধে। এটা তাদের আমার প্রতি গভীর ভালোবাসার বহি:প্রকাশ।

তিনি বলেন, আজ ( বৃহস্পতিবার) বড়ভাই-সহকর্মী ডিউকভাই আযানের একটা ভিডিও করে ফেললো । ভাবলাম সাউন্ডটাতে একটু রিভার্ভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি । কারণ আমার কাছে আযান পৃথিবীর শ্রেষ্ঠ সুর। আমার ছোট বেলা থেকেই স্বপ্ন বড় কোনো মসজিদে আযান দেয়া। যদিও সে যোগ্যতা আমার নেই। তাতে কি হয়েছে নিজেদের অফিসেতো দেই। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন । আমিন।'

পলাশের আযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছ ক্রমশ। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী পলাশের সেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন, 'কি য়ে সুরেলা আযান। মনটা ভরে গ্যালো। খুব খুশী হলাম শুনে.....' অজয় নাথ নামের একজন লিখেছেন, 'ঈমান যদি দৃঢ় থাকে কোন কিছুতেই ঈমান নষ্ট হওয়ার ভয় থাকেনা।এত সুরেলা কণ্ঠে আজান শুনে আমি অভিভূত। শুভ কামনা তোমার জন্য।'

 

Bootstrap Image Preview