Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অন্যের গান নিজের বলে চালিয়ে পরে সরিয়ে নিলেন নোবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ AM আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


১৮ ডিসেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও সাউন্ডক্লাউডে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। ব্যান্ড ‘অ্যাবাউট ডার্ক’-এর গান চুরির অভিযোগের মুখে পরদিনই গানটি সরিয়ে নেন নোবেল।

‘অ্যাবাউট ডার্ক’-এর গিটারিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য এরফান আহমেদ পূর্ণ বলেন, “২০১৬ সালে নোবেলসহ আমরা ‘অ্যাবাউট ডার্ক’ গড়ে তুলি। কিন্তু গুরুতর কিছু অভিযোগের কারণে কয়েক দিন পরই নোবেলকে বের করে দেওয়া হয়।

১৮ ডিসেম্বর নোবেল যে গানটি নিজের লেখা ও সুর করা বলে প্রকাশ করে সেটি ২০০৫ সালে আমাদের গিটারিস্ট নাসির উল্লাহ ভাইয়ের লেখা।

২০১৬ সালে গানটিতে দুটি লাইন যোগ করে নোবেল। তাকে ব্যান্ড থেকে বের করে দেওয়ার পর আমরা ওই দুই লাইন বাদ দিয়ে জানুয়ারিতে গানটি ‘তুমি’ শিরোনামে প্রকাশ করি। এক বছর আগেও নোবেল গানটি নিজের বলে প্রকাশ করে। আলোচনার পর তখন সরিয়ে নিতে বাধ্য হয়। এবার প্রকাশ করেছে আমাদের প্র্যাকটিস ভার্সন।

ফেসবুকে বিষয়টি জানিয়ে আমরা পোস্ট করলে সে গানটি সরিয়ে নেয়। চুরির অভিযোগ তোলার পর নাসির উল্লাহ ভাইয়ের ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করে দেয় নোবেল ভক্তরা। আমার আইডিও আছে ঝুঁকিতে।”

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যোগাযোগ করার জন্য নোবেলের মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Bootstrap Image Preview