Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাস্তি পেল সাকিব, কে এই আগারওয়াল জানতে চান ফারুকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৯, ০৬:৪৯ PM আপডেট: ৩০ অক্টোবর ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সাকিব আল হাসান। সাকিবের এ নিষেধাজ্ঞার খবরে আবেগতাড়িত বাংলার ক্রিকেটপ্রেমীরা। সাকিবের নিষেধাজ্ঞায় দেশের শোবিজ অঙ্গনও মর্মাহত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারকীর তার ফেসবুক স্ট্যাটাসে জানালেন শুধু তিনি নন, পুরো বাংলাদেশ সাকিবের পাশে আছে।

মোস্তফা সরয়ার ফারুকী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার ভেরিফায়েড আইডিতে একটি পোস্ট দেন। এর কয়েক ঘণ্টা পর তিনি সাকিব ইস্যুতে আরও একটি স্ট্যাটাস দেন।

প্রথম স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘বাংলাদেশ তোমার সঙ্গে আছে, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু ‘বাংলাদেশ’ দিয়ে শুরু, এর অবশ্যই উচিত হবে তোমার সঙ্গে থাকা। জাতীয় স্বার্থের ক্ষেত্রে ছোট বিভেদগুলো দীর্ঘতর হওয়া উচিত নয়। স্মরণ রাখতে হবে, সে অপরাধ করতে চাননি। এটা অবহেলা হতে পারে, তবে এর জন্য সে এত বড় শাস্তি পেতে পারে না। আমরা আবারও বলছি, বাংলাদেশ তোমার সঙ্গে আছে।’

এরপর দেওয়া স্ট্যাটাসে গুণী এ চলচ্চিত্র পরিচালক লিখেন, ‘বেশ, সে একটি ভুল করেছে কেননা ‘অফিসিয়ালি’ সে একজন মানুষ। কিন্তু সে আরও ভালো খেলোয়াড় ও মানুষ হিসেবে ফিরে আসবে। আমরা তোমাকে আগের মতোই ভালোবাসব।’

এ স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘আগ্রহী মন জানতে চায় যে কে এই আগারওয়াল, তার শাস্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এই আগারওয়ালরা কোথায় থাকে, কোথায় থেকে তারা কার্যক্রম চালায়, কে তাদের ধরবে? শুধুমাত্র একজন খেলোয়াড় শাস্তি পেলেই কী এ গল্প শেষ হয়ে যাবে?’

Bootstrap Image Preview