Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম ভোট দিয়েছেন ইলিয়াস কাঞ্চন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯, ১১:৪০ AM আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। আজ শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া এই নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইলিয়াস কাঞ্চনের পর ভোট দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনে এবার সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে একাই লড়ছেন তিনি। মৌসুমী লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।

এই নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে বলে জানা গেছে। তবে এফডিসিতে মৌসুমী, মিশা, জায়েদসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত আছেন।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এফডিসির ভেতরে ও বাইরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা পুলিশ মোতায়েন রয়েছে।

এবারের নির্বাচনে পূর্ণ প্যানেল রয়েছে একটি। তা হচ্ছে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তবে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের পদে কয়েকজন স্বতন্ত্রভাবে লড়ছেন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে স্বতন্ত্রভাবে লড়ছেন ইলিয়াস কোবরা। সহসভাপতি দুটি পদে লড়ছেন ডিপজল, রুবেল ও নানা শাহ (স্বতন্ত্র)।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডে চেয়ারম্যান হিসেবে আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি।

নির্বাচন কমিশনার বিএইচ নিশান বলেন, ‘আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিল্পী সমিতির আর্টিস্ট স্টাডি কক্ষে ভোটগ্রহণ চলবে। এবার চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার সংখ্যা ৪৪৯ জন। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখার জন্য এফডিসিতে আজ প্রবেশ এবং শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের বিশেষ পাসের ব্যবস্থা করছেন প্রধান নির্বাচন কমিশনার।’

শিল্পীদের ভোটদান শেষে নির্বাচন কমিশন কর্তৃক ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে। নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে নির্বাচনী আপিল বোর্ডের কাছে আপিল ফি (২০০০ টাকা) জমা দিয়ে আপত্তি দাখিলের শেষ তারিখ ২৭ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে। নির্বাচনী আপিল বোর্ডের আপত্তির শুনানি ও নিষ্পত্তির তারিখ ২৯ অক্টোবর। নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব অর্পণ করবেন।

Bootstrap Image Preview