Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেকে ‘ডক্টরেট’ দাবি করলেন শাকিব খান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৬:১৬ PM আপডেট: ২৮ মে ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ ২৮ মে ক্যারিয়ারের ২০ বছরে পা রাখলেন ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। এমন একটি বিশেষ দিনেই কী না তিনি ভাইরাল হলেন নেট দুনিয়ায়। সেটাও হাসির খোরাক যোগানো বক্তব্যে।

সম্প্রতি রাজধানীর একটি ফ্যাশন হাউজের আমন্ত্রণে সেহরিতে যোগ দেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় ‘পাসওয়ার্ড’ ছবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’ বক্তব্য জুড়ে শাকিব খান তার অভিনীত ও প্রযোজিত ছবির ভূয়সী প্রশংসা করেন।

এই বক্তব্যে শাকিব খান তার অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়েও কথা বলেন। ‘নোলক’ নিয়ে সাংবাদিকদের এক বক্তব্যে শাকিব বলেন, ‘নোলকও পাসওয়ার্ডের মতো ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি এই ঈদে আসুক। আমার প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’

অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন দেশের শীর্ষ নায়ককে। করে, শাকিবের ‘ডক্টরেট’ করার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, তিনি আসলেই কি চলচ্চিত্রের উপর ডক্টরেট করেছেন?

তবে শাকিব খান ভক্তরা বরাবরের মতোই এই ভিডিওটিকে ছবির প্রচারণা হিসেবেই দেখছেন।

এস সাজু নামে একজন লিখেছেন, ‘নায়ক শাকিব খানের নামের শুরুতে নতুন একটি টাইটেল যুক্ত হলো। আজ থেকে ড. শাকিব খান বলতে হবে। কারণ উনি পিএইচডি পাশ। কেউ যদি ড. না বলে, তাহলে শাকিবকে অপমান করা হবে। তাই সমস্ত শাকিব ফ্যানকে এটা মাথায় রেখে পোস্ট/কমেন্ট করার অনুরোধ রইলো। আমরা হয়তো অনেকে শাকিবের শিক্ষাগত যোগ্যতা জানি, আবার অনেকে জানি না।’

মো. আবদুল্লাহ আল আসিফ লিখেছেন, ‘দুটো প্রশ্ন ছিল- ১. শাকিব খান কোন ইনস্টিটিউট/ বিশ্ববিদ্যালয় থেকে সিনেমা/ অভিনয় কোন বিষয়ের উপর ডক্টরেট করেছেন? ২. উনি কি অদৌ জানেন সিনেমার উপর পড়াশোনা করা যায়?’

ফেসবুকে মনজুর এ এলাহি লিখেছেন, ‘তথ্য জানার জন্য আমি ইদানিং অনেক পড়াশোনা করি অথচ শাকিব খান ডক্টরেট করেছেন এ তথ্যটি আমি জানিই না। আমার এখন মরে যেতে ইচ্ছে করতেছে।’

মাসুম পারভেজ নামে একজন লিখেছেন, ‘ভদ্রলোক মনে হচ্ছে নেশার ঘোরে আছে।’

এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’

‘পাসওয়ার্ড’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান, শবনম বুবলী ও ইমন। এটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের ব্যানারে। এর গল্প এগিয়েছে একটি পেনড্রাইভকে ঘিরে। জানা যায়, একটি ফাইল লুকিয়ে রাখা হয় সেখানে, যার পাসওয়ার্ড নিয়ে ছবির কাহিনী।

Bootstrap Image Preview