Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে পূর্ণিমার চাঁদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৮:০৮ PM আপডেট: ২৫ মে ২০১৯, ০৮:০৮ PM

bdmorning Image Preview


ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পূর্ণিমা। রিল লাইফে নানান রূপে হাজির হয়ে ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। বাস্তব জীবনেও অনেকের মনের সঙ্গে মিতালী গড়েছেন এই অভিনেত্রী।

গত শুক্রবার (২৪ মে) রাজধানীর উত্তরায় অবস্থিত ‘আপন নিবাস’ নামের একটি বৃদ্ধাশ্রমে গিয়েছিলেন পূর্ণিমা। সেখানে বসবাসকারী মানুষের জন্য তিনি খাবার নিয়ে যান। তাদের সাথে কিছুটা সময় আনন্দ ভাগাভাগি করে নেন।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমি বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে বসে খাবার খেয়েছি।  তাদের সঙ্গে সুন্দর একটা সময় কাটিয়েছি। এই দিনটির কথা আমি কখনোই ভুলবো না। সময় করে আমি আবারও সেখানে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে খাওয়াতে পেরে মনে অসম্ভব একটি ভালো লাগা অনুভব করছি। আমি অনুরোধ করব এখানে এসে তাদের সুখ-দুঃখ ভাগ করে নিন। তাদের পাশে দাঁড়ান।’

প্রসঙ্গত, মাত্র ছয়জন  আপনজন হারা এবং আশ্রয়হীন বৃদ্ধ নারী নিয়ে শুরু হয় ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমটির পথচলা। বিভিন্ন জায়গা থেকে এসব অসহায় মানুষদের এনে একটু ভাল রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেখানকার প্রতিটি কর্মী। এই বৃদ্ধাশ্রমটিতে বর্তমানে প্রায় ৫০ জনের মতো বৃদ্ধ রয়েছেন। যাদের মধ্যে অনেকের বয়স ১০০ ছাড়িয়ে গেছে কিংবা ১০০ ছুঁই ছুঁই। এছাড়াও বৃদ্ধাশ্রমটিতে কয়েকজন যুবতী ও কিছু প্রতিবন্ধী রয়েছেন।

Bootstrap Image Preview