Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কেন সেলসম্যানের চাকরি করছেন তৌসিফ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৫:১৬ PM আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। অভিনেতা হিসেবে দর্শকমহলে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে কেন সেলসম্যানের চাকরি করছেন তিনি?

জানা যায়, বড় বড় অফিসে গিয়ে রেস্টুরেন্ট অফার বিক্রি করা তার কাজ। ছোট চাকরি করেন, কিন্তু বিশেষ মানুষের কাছে নিজেকে বড় একটা কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার বলে পরিচয় দেন। অবাক হওয়ার কিছু নেই। বাস্তবে নয়, এমনই এক গল্পের নাটকে দেখা যাবে তাকে। নাটকটির নাম ‘বিক্রিত পণ্য ফেরত যোগ্য নহে’।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট এমন টাইপের চরিত্র এটি। সেলসম্যানের চরিত্রে প্রথম অভিনয় করলাম। ২০১১ সালে আমি একটা এজেন্সিতে চাকরি করতাম। ওই সময় অনেক সেলসম্যানরা আমাদের অফিসে আসতো। তাদের চরিত্রগুলোর কথা মনে হয়েছে এই নাটকের শুটিং করতে গিয়ে। নাটকটিতে অভিনয় করতে গিয়ে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি।’

তানিম রহমান রচিত এই নাটকটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা। ফ্যাক্টর থ্রি সলিউশন পরিবেশিত নাটকটি প্রযোজনা করেছেন শিউলি আকতার। আসছে বৈশাখকে সামনে রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৈশাখে এসএটিভিতে প্রচার হবে ‘বিক্রিত পণ্য ফেরত যোগ্য নহে’।

Bootstrap Image Preview