Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারকা প্রার্থীদের ভোটযুদ্ধের ফলাফল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন। এবারের ভোটযুদ্ধে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। চলুন জেনে নেয়া যাক, কোন তারকারা হেসেছেন বিজয়ের হাসি, আর কারা বরণ করেছেন পরাজয়-

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষস্থানীয় দলগুলোর হয়ে বেশ কয়েকজন তারকার নাম উঠে আসলেও পছন্দের দলের মনোনয়ন পেয়েছিলেন অভিনেতা সোহেল রানা, আসাদুজ্জামান নূর, চিত্রনায়ক ফারুক, কণ্ঠশিল্পী কনকচাঁপা, মমতাজ ও বেবী নাজনীন। তাদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফারুক, আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ। তিনজনেই নিজ নিজ আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন। কোনো দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম।

ঢাকা-১৭ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে চিত্রনায়ক ফারুক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজারেরও বেশী ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬শ’র কিছু বেশি ভোট।

নীলফামারি-২ আসন থেকে অভিনেতা আসাদুজ্জামান নূর পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি। ‘বাকের ভাই’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তৃতীয় বারের মতো নীলফামারী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেছেন কণ্ঠশিল্পী মমতাজ। ২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট। সংসদে যাওয়ার দৌড়ে এটি মমতাজের দ্বিতীয় বিজয়।

অন্যদিকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী শিল্পী কনকচাঁপা ও বেবি নাজনীন। কনকচাঁপা নির্বাচন করেছিলেন সিরাজগঞ্জ- ১ আসন থেকে, অন্যদিকে নীলফামারি-৪ আসন থেকে নির্বাচন করেছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। দুজনেই বড় ব্যবধানে হেরেছেন।

এছাড়াও চিত্রনায়ক সোহেল রানা বরিশাল- ২ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করে হেরেছেন। বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে হেরেছেন আলোচিত হিরো আলম।

Bootstrap Image Preview