Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে বিএনপির প্রার্থী হলেন বেবী নাজনীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৫ PM আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


অবশেষে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে টিকে গেলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করার পর সেখানে জনপ্রিয় এই গায়িকাকে মনোনয়ন দেন বিএনপি।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে এ মনোনয়ন চূড়ান্ত করেন। চিঠিতে মির্জা ফখরুল রিটার্নিং কর্মকর্তাকে বলেন, ‘মো. আমজাদ হোসেনকে বিএনপি থেকে মনোনিত করা হয়েছিল। কিন্তু আদালত তার প্রার্থিতা স্থগিত করেছে। বেবী নাজনীনও বিএনপির বৈধ প্রার্থী। তাই তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য অনুরোধ করা হল।’

প্রসঙ্গত, বেবী নাজনীন বিএনপি থেকে মনোনয়নের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু দল তাকে বিকল্প প্রার্থী হিসেবে রেখে মো. আমজাদ হোসেনকে মনোনয়ন দিয়েছিলেন।

গত সোমবার (২৪ ডিসেম্বর) মো. আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত করেন হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে নির্বাচন করছিলেন অভিযোগ করে তার বিরুদ্ধে আদালতে এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্তটি দেন আদালত।

উল্লেখ্য, জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক। সভানেত্রী খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করা বেবীকে বিভিন্ন সময়েই বিএনপির কর্মসূচিতে যোগদান করতে দেখা যায়।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে শিশুশিল্পী বেবী নাজনীন গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন।

Bootstrap Image Preview