Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাপসের গানে নাচলেন সানি লিওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী কৌশিক হোসেন তাপসকে নিয়ে ভারতের সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট ‘লাভলি এ্যাক্সিডেন্ট’ শিরোনামের একটি মিউজিক ভিডিও গত সোমবার (১৭ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

জি মিউজিকের ব্যানারে সানসিটি মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট প্রা. লি. এর পরিচালক ড্যানিয়েল ওয়েবারের এটি প্রথম হিন্দি হিন্দি মিউজিক ভিডিও। এখানে সঙ্গীতশিল্পী হিসেবে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং সাবেক পর্ণস্টার সানি লিওন। অর্ধশতাধিক নৃত্যশিল্পী নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেব।শ্লোকের কথায় জ্যাম এইটের জন্য যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন কৌশিক, আকাশ ও গাড্ডু (কেএজি)।গানটিতে তাপসের সহশিল্পী ছিলেন হারজত কর এবং ভিডিওটি পরিচালনা করেছেন সানি রজনী।

সানসিটি মিডিয়ার ড্যানিয়েল ওয়েবার ভিডিওটি প্রসঙ্গে বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশী আইকন তাপসের সঙ্গে সানি লিওনের জুটি দু’দেশের দর্শকদেরকে মাঝেই দারুণ চমক সৃষ্টি করবে। হিন্দি ভাষাভাষী না হয়েও তাপসের দারুণ গায়কী সত্যি অনেক প্রশংসার দাবি রাখে।’

তাপস বলেন, ‘আমি ড্যানিয়েলের আমন্ত্রণ পেয়ে অনেক বেশী আনন্দিত। বিশেষ করে সানি লিয়নের সঙ্গে যৌথভাবে এই কাজটি আমার কাছে দারুণ উৎসাহজনক মনে হয়েছে। আমি বিশ্বাস করি, এই অসাধারণ ভাবনাটির বাস্তবায়ন করা একমাত্র ড্যানিয়েলের পক্ষেই সম্ভব। কারণ তিনি নিজেও একজন মিউজিশিয়ান।মিউজিক ভিডিওটিতে সানি লিওনের অসাধারণ পারফরমেন্সে এই চমৎকার কম্পোজিশনটির যথার্থ মূল্যায়ন করতে সক্ষম হয়েছে।’

সানি লিওন বলেন, ‘তাপস প্রতিটি ক্ষেত্রেই একজন পূর্ণাঙ্গ পেশাদারিত্বসম্পন্ন মানুষ। বিশেষ করে মিউজিককে তিনি ধারণ করেন দারুণভাবে। তিনি জানেন কোনটি শুনতে ভাল শোনায় এবং সৃজনশীলতার প্রয়োজনে কোন বিষয়টিকে বেছে নিতে হয়। যেটি ছিল কোনও শিল্পীর সাথে আমার জন্য কাজ করার শ্রেষ্ঠ অনুপ্রেরণা এবং দারুণ অনভূতি। তার সীমাহীন অভিজ্ঞতা রয়েছে যার পরিচয় পাব এই কাজটিতে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই কাজটিতে আমাদের বিপরীতধর্মী দু’জন শিল্পীকে দারুণ সৃজনশীলতায় উপস্থাপন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একদিকে আমার নৃত্য প্রদর্শন, অন্যদিকে যেহেতু তাপস নৃত্যশিল্পী নন, তাই বিভিন্ন দৃশ্যের মাধ্যমে তার সংগীতের মেধাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর দুটোই আমাদের জন্য একই সাথে উৎসাহব্যঞ্জক ও বেশ চ্যালেঞ্জিং ছিল। যেটি আমরা খুব সফলতার সাথে সম্পন্ন করেছি। আশা করছি সবকিছু মিলিয়ে দর্শকদের বেশ ভালো লাগবে ভিডিওটি।’

উল্লেখ্য, ‘লাভলী অ্যাক্সিডেন্ট’ মিউজিক ভিডিওটির প্রকাশনা অনুষ্ঠানে সবার সঙ্গে উপস্থিত ছিলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

 

Bootstrap Image Preview