Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

না ফেরার দেশে সাইদুল আনাম টুটুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫ PM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৪:২৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রসম্পাদক সাইদুল আনাম টুটুল আর নেই। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত সোমবার (১৭ ডিসেম্বর) সকালে হটাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। সাথে সাথে তাকে গুরুতর অসুস্থ অবস্থাতে প্রথমে  হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই না ফেরার দেশে পাড়ি জমান।

জানা যায়, সাইদুল আনাম টুটুল তার নতুন সিনেমা ‘কালবেলার’ কাজ নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। সিনেমাটির অধিকাংশ কাজ শেষ হলেও একটি গানের শুটিং বাকি ছিল এবং সেটি রাজশাহীতে দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সবকিছু ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।

তার পরিচালিত সিনেমা ‘আধিয়ার’ বিভিন্ন প্রেক্ষাগৃহে ব্যপক প্রশংসিত হয় এবং ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের ভিডিও সম্পাদনার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Bootstrap Image Preview