Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার প্রচারণায় এবার শাকিব খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


এবারের নির্বাচনে তারকারাও বেশ সরব। অনেকেই দলীয় মনোনয়ন নিয়ে করছেন নির্বাচন অনেকেই তাদের পছন্দের দলের পক্ষে চালাচ্ছেন নানা রকমের প্রচারণা। সেই দলে এবার যোগ দিলেন ঢাকাই ছবির কিং খান খ্যাত শাকিব খান। সোমবার(১৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে পেজে এক ভিডিওবার্তার মাধ্যমে দেশের জনগণের কাছে নৌকায় ভোট চাইলেন এ নায়ক।

ভিডিওবার্তায় দেখা যাচ্ছে, “সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নেই বাহিরের দেশ ও কালে। সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়” রবীন্দ্রাথ ঠাকুরের কবিতার এ লাইনগুলো আবৃত্তি করে শাকিব খান বলছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মধ্যেই আমরা পাই আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম,নীতি,শৃঙ্খলা। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ।’

শাকিব খান আরও বলেন, ‘নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব রিক্ত মা-বাবাহীন রিতা-রুনাকে মেয়ের মর্যাদা দেয়া থেকে শুরু করে দেশে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া কিংবা অসুস্থ অসহায় শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকদের পাশে দাঁড়ানো- কোথায় নেই তার মমতার ছায়া। একজন পথশিশুকে তিনি যেভাবে মমতায় জড়িয়ে ধরেন তা শুধু একজন মা পারেন। এভাবেই তিনি বাংলাদেশকে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। তাই তো তিনি বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ ও পুরো পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেছেন ‘মাদার অব হিউমিনিটি’। তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের এই উন্নয়নকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায় ভোট দিন। আর সবাই বুকে হাত রেখে অন্তর থেকে বলুন আমরা বাংলাদেশের পক্ষে।’

এই বছর নৌকার পক্ষে নির্বাচন করার গুজব বের হলে শাকিব জানিয়ে দেন তার ভক্তদের অনুরোধে তিনি অংশ নিচ্ছেন না নির্বাচনে। তবে আগামীতে নৌকার হয়ে নির্বাচন করার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন এ নায়ক।

Bootstrap Image Preview