Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যানজটের কারণে রাভিনার বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


ভারতের বিহারে ট্রাফিক আইন ভঙ্গ ও যানজট সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মাসে রাভিনা মুজাফফরপুর যান। সে সময় তার কারণে বেশ যানজট হয়েছিলো।

মামলার বাদী অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা বলেন,‘বিহার শহর পরিদর্শনকালে গত ১২ অক্টোবর অভিনেত্রী রাভিনা ট্যান্ডন ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। মুজাফফপুরের মোহাম্মদপুর পুলিশ স্টেশনকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম দীপক কুমার।’

তিনি আরও বলেন, ‘গত ১২ অক্টোবর প্রণব কুমার ও তাঁর ছেলে উমেশ সিংয়ের একটি হোটেল উদ্বোধন করতে যান বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। এ উপলক্ষে একটি পার্টিরও আয়োজন করা হয়। তাঁর অভিযোগ,রাভিনার অনুষ্ঠানের জন্য সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয় আর তা ছিল দীর্ঘ সময় ধরে।’

মামলার আরজিতে সুধীর বলেন,ভারতীয় দণ্ডবিধির ১৫৬ (৩) ধারা অনুযায়ী যেন তাঁর আরজি গ্রহণ করা হয় এবং তিনজনের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। তবে এ ব্যাপারে এখনো রাভিনা ট্যান্ডনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Bootstrap Image Preview