Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১২:১৭ PM আপডেট: ০৫ মার্চ ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলার বিবাহ বিচ্ছেদ গত বছরের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন। ওই বছরের মে মাসে তাদের প্রায় ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। প্রায় দুই বছর ধরেই তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বর্তমানে দু'জনেই একা আছেন। একমাত্র মেয়ে আয়রার সঙ্গে দু'জনে সমন্বয় করে সময় দিচ্ছেন।

সম্প্রতি তাহসান নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন। ক্যারিয়ারের প্রথম ছবি 'যদি একদিন'র প্রচারে এসে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেন। তাহসান বলেন, আমার শিক্ষা হয়ে গেছে। ব্যক্তিজীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার জানিয়ে দেখেছি, মানুষ আমার ব্যক্তিগত জীবনকে তার ব্যক্তিগতজীবন মনে করে। আমি সেটা তো হতে দিতে পারি না।

তাহসান আরও বলেন, শুধু ভক্ত না। ভক্তের বাইরেও অনেকে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে, যেটা আমার ভালো লাগেনি। বিয়ে নিয়ে কথা বললে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়। যত বেশি গল্প বানাতে পারবে, ততই ব্যবসা হবে। বিচ্ছেদের সময়টাতে আমি তা হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই তো আর ভালো সাংবাদিকতা করেন না। ব্যক্তিজীবন নিয়ে আমি আর কথা বলার সুযোগটা কাউকে দিতে চাই না।

৩১ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ‘যদি একদিন’ মুক্তির অনুমতি পায়। ছবি দেখে সেন্সর সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বলেছিলেন, পারিবারিক সেন্টিমেন্টাল ও ইমোশনে ভরপুর ছবি ‘যদি একদিন’। দারুণ উপভোগ্যের।

তাহসান-শ্রাবন্তী ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস।

‘যদি একদিন’ ছবির তাহসান-কোনালের গাওয়া একটি গান এবং হৃদয় খানের একটি গান ও টিজার প্রকাশ হয়েছে। এছাড়া হৃদয় খানের ‘লক্ষ্মী সোনা’ শিরোনামের আরেকটি গান ব্যাপক প্রশংসা পেয়েছে। তারপর থেকে নতুন করে ‘যদি একদিন’ দেখার জন্য দর্শক অপেক্ষার প্রহর গুনছেন।

ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। নির্মাতা রাজ জানান, ৪০ টির মতো সিনেমা হলে মুক্তি দেয়া হবে ‘যদি একদিন’।

Bootstrap Image Preview