Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানে ঘুমন্ত জায়রাকে ‘মলেস্ট’ করায় ব্যবসায়ীর কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৩৭ PM আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৭:৩৭ PM

bdmorning Image Preview


ধর্মীয় কারণ দেখিয়ে অভিনয় ছেড়ে দেওয়া জায়রা ওয়াসিমকে ‘মলেস্ট’ করার অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ীকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

২০১৭ সালে একটি ফ্লাইটে সেই সময়ের কিশোরী জায়রার শরীরে হাত দেন বিকাশ সচদেব নামের ওই ব্যবসায়ী।

আদালত শিশু সুরক্ষা আইনে বিকাশকে সাজা দিয়েছেন। ওই সময় জায়রার বয়স ছিল ১৭ বছর।

সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়ে ওঠেন কাশ্মীরে জন্ম নেওয়া ভারতীয় এই অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

কিন্তু গত বছর আচমকা অভিনয় ছাড়ার ঘোষণা দেন। জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি হয়তো এখানে (বলিউড) পুরোপুরি ঠিক আছি। কিন্তু আমি এখানকার মানুষ নই।’

‘পাঁচ বছর আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমার জীবন বদলে দিয়েছে। বলিউডে পা দেওয়া মাত্রই আমার জন্যে ব্যাপক জনপ্রিয়তার দরজা খুলে গিয়েছিল।’

‘এখানে আমি প্রচুর ভালোবাসা ও সমর্থন পেয়েছি, প্রশংসাও পেয়েছি। কিন্তু একই সাথে এটি আমাকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল।’

তিনি মনে করেন এর ফলে অবচেতন মনেই তিনি তার ‘ইমান’ (ধর্মবিশ্বাস) থেকে দূরে সরে যাচ্ছিলেন।

‘এ ধরনের পরিবেশে কাজ করতে করতে দেখলাম যে এটা আমার ইমানে বিঘ্ন ঘটাচ্ছে, ধর্মের সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে।’

প্লেনে তার সঙ্গে হওয়া ওই আচরণও জায়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তখন পোস্টটি ভাইরাল হয়ে যায়।

তিনি জানান, নিজের সিটে ঘুমিয়ে পড়লে ওই ব্যক্তি তার ‘ঘাড় এবং পেছনে’ হাত দেন। এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে তারা শুরুতে ব্যবস্থা নেয়নি। পরে পুলিশ বিকাশকে গ্রেপ্তার করে।

Bootstrap Image Preview