Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দহনের সাজে প্রাণ পেলো এফডিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:৩১ PM আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৩:৩১ PM

bdmorning Image Preview


অনেকদিন পর লাল নীল আলোয় সেজেছিল এফডিসি ঠিক যেভাবে সাজানো হয় একটি বিয়ে বাড়ি। গেট থেকে শুরু করে ঝর্ণা স্পট পর্যন্ত নানা রঙের বাতি দিয়ে সাজানো হয় এবং ঝর্ণা স্পটের পাশে তৈরি করা হয় বিশাল বড় প্যান্ডেল ও জাকজমকপূর্ণ একটি মঞ্চ। এমনকি এটার প্রবেশ পথটা সাজানো ছিল বিয়ে বাড়ির মত করে। আমন্ত্রিত সকল অতিথিদের জন্য ভেতরে সাজানো ছিল চেয়ার টেবিল। সন্ধ্যার পরপরই লোকে লোকারণ্য ছিল এফডিসির চারপাশটা।

গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) রায়হান রাফী পরিচালিত ‘দহন’ সিনেমার ট্রেলারটি প্রকাশ অনুষ্ঠানের জন্যই এমন আয়োজন করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা তারিক আনাম খান,ওমর সানি,অমিত হাসান,ডিএ তায়েব,সিয়াম আহমেদ,বাপ্পারাজ,নাদের চৌধুরী,শিমুল খান,অভিনেত্রী সুষমা সরকার,পূজা চেরি,অমৃতা খান,চিত্রপরিচালক জাকির হোসেন রাজু,ওয়াজেদ আলী সুমন,ইফতেখার চৌধুরী,সঙ্গীতপরিচালক ইমন সাহা,ইমরান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ আরও অনেকে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরেণ্য অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব চিত্রনায়ক ফারুকের। তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় এক ভিডিওবার্তা পাঠান এবং সেই ভিডিওবার্তা দেখার মধ্য দিয়েই অনুষ্ঠানটি শুরু করা হয়। সেখানে তিনি বাংলাদেশ চলচ্চিত্রকে সবাই এক সাথে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তারিক আনাম খান বলেন,‘আমি ‘দহনে’ একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করেছি। শুটিং স্পটে সিয়ামকে দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। কারণ সে তার চরিত্রের মধ্যে দুর্দান্তভাবে ঢুকে গিয়েছিল। একইভাবে অবাক হয়েছি পূজাকে বোমায় আঘাতপ্রাপ্ত মেয়ের গেটআপে দেখে। আসলে দুজনই অসাধারণ অভিনয় করেছেন। আমি আশা করি সিনেমাটি মানুষ দেখবেন এবং সবার কাছে ভালো লাগবে গল্পটি।’

সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ বলেন,‘যদিও আমি একজন প্রফেশনাল শিল্পী,কিন্তু  ‘দহনে’ আমি কোন টাকার জন্য কাজ করেনি। এই সিনেমাটি আমি দেশের জন্য,দেশের মানুষের জন্য করেছি। এতে আমাদের আশেপাশের মানুষের গল্প বলা হয়েছে। এই সিনেমার চরিত্রটি আমার কাছে সত্যি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এটি আমার অভিনীত তৃতীয় সিনেমা হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দ্বিতীয় সিনেমা হিসেবে। আমি অনেক বেশি খুশি এমন সুন্দর একটি গল্পের সিনেমায় কাজ করতে পেরে।’ 

সিনেমার নায়িকা পূজা বলেন,‘এই সিনেমায় আমি একজন গার্মেন্টস শ্রমিকের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। কেননা আমি কখনও দেখিনাই যে একজন গার্মেন্টস শ্রমিকের জীবনযাপন অবস্থাটা কেমন হয়। এই জন্য আমাকে অনেকদিন ধরে শুটিংয়ের প্রস্তুতি নিতে হয়েছে। তবে আমি চেষ্টা করেছি আমার চরিত্রটিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আশা করি ভালো লাগবে সবার। আমার বিশ্বাস মানুষের প্রত্যাশার মতোই একটি সিনেমা হবে এটি।’

সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন,‘আপনারা হয়তো সিনেমাটির ট্রেলার দেখেই  কনসেপ্ট বুঝতে পেরেছেন। ‘দহনে’ আমরা এমন একটি গল্প বলতে চেষ্টা করেছি,যে প্রসঙ্গগুলো নিয়ে সাধারণত আপনারা বাসার টিভির সামনে বসে কথা বলেন। আমরা আপনাদের বলতে চাওয়া কথাগুলোই এই সিনেমাটির মধ্য দিয়ে তুলে ধরেছি। এই সিনেমায় আপনারা অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।’

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন,‘সিনেমাটির কাজ শেষ হবার পর আমি দুবার দেখেছি। কিন্তু দেখার পর আমি আর সারারাত ঘুমাতে পারিনি। প্রথমে সিনেমাটি দেখে আমার কাছে মনে হয়েছে এটি একটি রাজনৈতিক সিনেমা কিন্তু দ্বিতীয়বার দেখার পর মনে হয়েছে এটি একটি ট্র্যাজেডি প্রেমের সিনেমা। এর আগে আপনারা পোড়ামন ২ সিনেমা দেখে যেমন চোখ মুছতে মুছতে হল থেকে বের হয়েছেন তবে এই সিনেমাটি আপনাকে শুধু কাঁদাবেই না তার সাথে সাথে আপনাকে অনেক কিছু ভাবাবে।’

‘দহন’ এর এই অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি ও সহকারী পরিচালক সমিতিসহ চলচ্চিত্রাঙ্গনের সকল সংগঠনের নেতা ও সদস্যদের উপস্থিত থাকার কথা শোনা গেলেও পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তারা কেউ উপস্থিত ছিলেন না। এমনকি এই অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সদস্যদের তেমন কেউ ছিলেন না।

‘দহন’ সিয়াম ও পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এতে আরও অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। চলতি মাসের ৩০ নভেম্বর সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে। ইমরান, আহমেদ হুমায়ুন ও নদীর গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়।

সোহেল রানা 

Bootstrap Image Preview