Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিপাইনে সম্মানিত হলেন অন্তু করিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৩৯ PM আপডেট: ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা অন্তু করিমকে ‘ইয়্যুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। পুরস্কারটি গ্রহণ করতে তিনি গেছেন ফিলিপাইনে। যুবশক্তি, সামাজিক কল্যাণমূলক কাজে অসাধারণ আবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেয়া হয়েছে।

শীর্ষ সম্মেলনের চেয়ারম্যান মিঃ রবিন কার্লো এবং জিওয়াইপির সভাপতি জনাব দিবাকর আরিয়ালের উপস্থিতিতে ফিলিপাইনের সংসদ সদস্য ও জিলার ৫ সদস্যের প্রতিনিধি এইচ ক্রিস্টাল এল ব্যাগ্যাসিংয়ের কাছ থেকে ‘ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড ২০১৯’ গ্রহণ করেছেন অন্তু করিম। এসময় এশিয়ান দেশগুলোর অন্যান্য পুরস্কার প্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অন্তু করিম। সেখানে তিনি লিখেছেন, ‘এই পুরষ্কারের জন্য গ্লোবাল যুব সংসদ এবং আসিয়ান যুব সম্মেলন ২০১৯, ফিলিপাইনকে অনেক ধন্যবাদ। এটি আমার জন্য খুব বড় অনুপ্রেরণা। আমার সকল অংশীদারদের, পেন্টাগন ইন্ট'ল লিমিটেডের সদস্য, বন্ধু, অনুরাগী এবং আপনার পরিবারের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।

আমাকে সংবাদের একটি অংশ হিসাবে তৈরি করার জন্য আমার সাংবাদিক বন্ধুদের বিশেষ ধন্যবাদ। আমি এই পুরষ্কারটি বাংলাদেশের যুব সমাজকে উৎসর্গ করছি। আসুন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের বিশ্বকে আবার সবুজ করে তুলি।’

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে অন্তু করিম বলেন, ‘সবাইকে জানানো দরকার এই পুরস্কার কোনো অভিনয়ের কারণে পাচ্ছি না। আমি একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য পাচ্ছি। এছাড়াও অনেকেই জানে না আমি ব্যবসা করি। পাশাপাশি আমি শিশুস্বাস্থ্য এবং পাট ও পাটপণ্য নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। অভিনেতা ও মডেল হিসেবেই আমাকে বেশি চেনে ভক্তরা। তবে যে কোনো পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। কখনো কোন পুরস্কারের আশায় কাজ করিনি। এই প্রাপ্তিতে কিন্তু আমি আনন্দিত। বিশ্ব দরবারে দেশের পতাকা দেখতে পাবো, এর থেকে আর বড় কি সম্মান হতে পারে?’

তিনি আরো বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা বেশি। কারণ দেশ এগিয়ে যাচ্ছে, দেশে তৈরি হচ্ছে অনেক ভালো ভালো উদ্যোক্তা। শুধু পুরস্কার পাবার জন্য নয় দেশের হয়ে কাজ করার জন্য, দেশকে নিয়ে বিশ্বে প্রতিনিধিত্ব করার জন্য তৈরি হচ্ছে অনেকেই।‘

Bootstrap Image Preview