Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭ বছর আগের ভুলের খেসারত দিচ্ছেন জ্যাকি শ্রফ এবং গোবিন্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯, ১২:২৩ PM আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


এখন থেকে বছর সাতেক আগে একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ এবং গোবিন্দ। তবে বিজ্ঞাপনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী কাজ হয়নি। আর সাত বাছর আগের সেই ভুলের খেসারত হিসেবে জরিমানা দিতে হচ্ছে দুই অভিনেতাকে।

জানা গেছে, ২০১২ সালে ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা অভিনব আগরওয়াল নামের এক আইনজীবী একটি ব্যথানাশক ভেষজ তেলের বিজ্ঞাপন দেখে তার বাবা ব্রিজভূষণ আগরওয়ালের জন্য সেটি অর্ডার করেছিলেন। বিজ্ঞাপনে ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী ওই সংস্থার দাবি ছিল, ১৫ দিনে ব্যথা না সারলে টাকা ফেরত দেওয়া হবে। ওই বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে ৩,৬০০ রুপি দিয়ে ওই তেল কেনেন অভিনব আগরওয়াল।

ক্রেতার দাবি, ১৫ দিনে পরিস্থিতির তেমন কোনও পরিবর্তন হয়নি। ওই ব্যথানাশক ভেষজ তেল প্রস্তুতকারী সংস্থাও তাদের প্রতিশ্রুতি রাখেনি। বিজ্ঞাপনে টাকা ফেরানোর আশ্বাস দিলেও টাকা ফেরাতে অস্বীকার করে ওই সংস্থা। এর পরই ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন অভিনব আগরওয়াল।

সম্প্রতি ওই মামলার রায় দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। আদালত তার রায়ে ঘটনার জন্য তেল প্রস্তুতকারী সংস্থা, সংস্থার দুই সেলিব্রিটি অ্যাম্বাসেডর গোবিন্দ এবং জ্যাকি শ্রফ, প্রচারক সংস্থা টেলিমার্ট শপিং নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক্স কমিউনিকেশনকে ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। এর সঙ্গে ক্রেতার ওই তেলের দাম বাবদ ৩,৬০০ রুপি এবং তার প্রতি বছরের ৯ শতাংশ হারে সুদসহ সমস্ত আইনি খরচ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview