Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে চলবে ফারিয়ার ‘বিবাহ অভিযান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০২:০১ PM আপডেট: ০১ জুলাই ২০১৯, ০২:০১ PM

bdmorning Image Preview


গেল ২১ জুন কলকাতায় মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বিবাহ অভিযান’। চলতি মাসে ঢাকায় আসছে ছবিটি।

এক টুইটে চলচ্চিত্রটির পরিচালক রিরসা দাশগুপ্ত জানান, সাফটা চুক্তির আওতায় ১২ কিংবা ১৯ জুলাই বাংলাদেশে ছবিটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, কলকাতায় ছবিটি ভালো চলছে। এবার আমাদের দেশের মানুষের সুযোগ হচ্ছে ছবিটি দেখার।

এতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ও রুদ্রনীল ঘোষ। আর দুই বন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সোহিনী সরকার।

উল্লেখ্য, ফারিয়া বর্তমানে দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার সঙ্গে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরী। আগামী ৭ জুলাই পর্যন্ত শুটিং করে ‘বিবাহ অভিযান’র প্রচারে অংশ নেবেন এই অভিনেত্রী।

Bootstrap Image Preview