Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরুষেরাও যৌন হেনস্তার শিকার:পূজা বেদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৩:২৩ PM আপডেট: ০৯ মে ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বলিউড অভিনেত্রী পূজা বেদি এবার ‘মেন টু’ আন্দোলন চালু করতে চাচ্ছেন। কিছুদিন আগের ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু করণ ওবেরয়। সেই ঘটনা উল্লেখ করে অভিনেত্রী বলেন, যৌন হেনস্থায় সব সময় সবার সমর্থন মেয়েটির দিকে থাকে। কিন্তু ছেলেরাও যৌন হেনস্তার শিকার হয়। যেটা তারা লোক লজ্জার ভয়ে বলতে পারে না।

পুজা বলেন, আমার বন্ধু করণকে ধর্ষণ ও তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়। কিন্তু যে মেয়েটি ওর সম্পর্কে অভিযোগ করেছে, তার সঙ্গে করণের আলাপ ২০১৬ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০১৭ সালে তাদের সম্পর্ক নিয়ে মেয়েটি সংবাদমাধ্যমে নানা সাক্ষাৎকারও দিয়েছিল। এরপর প্রায় সে করণের ফ্ল্যাটে আসতো। উপহারের পর উপহার ছিনিয়ে নিতো। বিয়ের জন্য চাপ দিতো, ভয় দেখাতো।

‘২০১৮ সাল থেকে তাদের মধ্যে নানা ঝামেলা শুরু হয়। এখন মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করছে, করণ নাকি তাকে জোর করে ধর্ষণ করেছে এবং টাকা নিয়েছে। করণ কিন্তু মেয়েটির সম্মানরক্ষার্থে এখনও একটা কথাও বলেনি। সে এমন দিনে এফআইয়ার করেছে যে সেদিন মুম্বাই হাইকোর্ট বন্ধ ছিল। ফলে করণ এই মাসে আর জামিনের আবেদন করতে পারবে না।’

এই অভিনেত্রীর দাবি, ‘সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে উল্টো প্রচার চলছে। সবাই না বুঝেই করণকে ধর্ষক বলছে। পুলিশও আগের ঘটনাগুলো যাচাই না করে করণকে গ্রেফতার করেছে। 

পুজার কথায়, ‘আমরা সমাজে সবার সমান অধিকারের কথা বলি। কিন্তু বাস্তবে কি তা ঘটছে? এই ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। এবার আমি ছেলেদের সুরক্ষা ও অধিকারের স্বার্থে লড়াই করব। সে কারণেই মেন টু আন্দোলন শুরু করলাম। 

Bootstrap Image Preview