Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০১৯ | ১১ আষাঢ় ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আলোকচিত্রীকে বিয়ে করছেন ক্লোজআপ তারকা পুতুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৩:৫১ PM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দীর্ঘ ৮ মাসের দেখাদেখি পর বিয়ে করছেন ক্লোজআপ ওয়ানের শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। বর ইসলাম নুরুল। গত ১৫ মার্চ পারিবারিকভাবে কানাডা প্রবাসী আলোচিত্রী ইসলাম নুরুল’র সাথে বাগদান সারলেন সঙ্গীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। 

গণমাধ্যমকে পুতুল বলেন, পারিবারিক ভাবেই আমাদের বিয়েটা হচ্ছে। গত পরশু ঘরোয়া আয়োজনে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ২০ মার্চ বিয়ের আনুষ্ঠানিকতা।

এ প্রসঙ্গে পুতুল বলেন, ৮ মাস আগে থেকেই পারিবারিকভাবে আমাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়ে আসছে। আমার সঙ্গে সরাসরি দেখা না হলেও ফোনে কথা হতো। যে কারণে তার সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়েছে। তিনিও আমাকে জেনেছেন।

বাগদানের দিন (১৫ মার্চ) আমাদের প্রথম দেখা হয়। হবু স্বামী ইসলাম নুরুলের সঙ্গে সাজিয়া সুলতানা পুতুল আরো বলেন, ইসলাম নুরুল কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি সেখানে তার ‘ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি’ নামক নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সবচেয়ে বড় কথা হলো- তিনি খুব সাধারণ একজন মানুষ। যে সাধারণে আমি এবং আমার পরিবার অসাধারণ কিছু পেয়েছে। তার কাছে সুন্দরের চেয়ে মেধার মূল্য অনেক বেশি।

জানা যায়, বিয়ের দিন দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছেন পুতুল। ঐদিন রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন ‘সময়ের কাছে মিনতি’ শিরোনামের গানটি। এর কথা, সুর-সঙ্গীত পুতুলেরই করা।

প্রসঙ্গত, ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী স্বীকৃতি পান পুতুল। এরপর থেকে পাঁচটি একক অ্যালবামের পাশাপাশি বেশকিছু একক গান প্রকাশ করেছেন তিনি। এছাড়া যুক্ত আছেন লেখালেখির সঙ্গেও। কবিতা ও উপন্যাস মিলিয়ে এখনো পর্যন্ত তার চারিটি গ্রন্থ প্রকাশ পেয়েছে।

Bootstrap Image Preview