Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুষ্ঠু নির্বাচন দেখবে বাংলাদেশঃ ফারুকী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ PM আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ PM

bdmorning Image Preview


‘কালকে বাংলাদেশ ভোটে যাবে। এবারের ভোট নানা কারনে বিশিষ্টতা অর্জন করেছে। দু:খজনক হলো এর বেশিরভাগ কারনই নেতিবাচক। এই কয়দিন যা হয়েছে, হয়েছে। এখন আমরা আশা করি সব হতাশা দূর করে শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন দেখবে বাংলাদেশ, পেশাদারিত্বের পরিচয় দেবে আমাদের পুলিশ, সেনাবাহিনী, এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা।’ ভোটকে কেন্দ্র করে এভাবেই নিজের মনের আশা ব্যক্ত করেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সকলকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের মাঝে যারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিজয় দেখতে চান তারা যেনো দলে বলে কেন্দ্রে গিয়ে ভোট দেন। যারা বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বিজয় দেখতে চান তারাও দলে বলে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।’

বিশেষ দুটি বিষয়ে নজর রাখার কথা জানিয়ে ফারুকী বলেন, ‘আজকে দুইটা কথা আছে বলবার। এক: কেউ কাউকে ভোট দিতে বাধা দিবেন না। কারন এর মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিজয়ী দিয়ে আমরা শক্তিশালী সরকার বা গণতন্ত্র কিছুই পাবো না।

দুই: সবাই মিলে পরাজয়ের মূল্য কমাতে হবে। আমরা সবাই জানি, আমাদের দেশে কেউ হারতে চায় না। কারন হারলে এখানে চড়া মূল্য দিতে হয়। এই সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে বিজয়ী দলকেই। বিরোধী দল এবং মতের জন্য সহনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, কোনো না কোনো দিন আপনাকেও ক্ষমতার বাইরে থাকতে হবে। এখন সহনশীল আচরন করার পুরস্কার তখন পাবেন।’

Bootstrap Image Preview