Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় পৌঁছেছে আমজাদ হোসেনের মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ PM আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:০২ PM

bdmorning Image Preview


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর এক সপ্তাহ পর ঢাকায় পৌঁছালো বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেনের মরদেহ। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী বিমানটি।

খবরটি নিশ্চিত করে আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘আব্বার মরদেহ সন্ধ্যা ৭টা ৫মিনিটে বিমান বন্দর এসে পৌঁছেছে। এখানে আরো ঘন্টা খানেক লাগবে। এরপর সোজা নিয়ে যাওয়া হবে আদাবরের বাসায়। যেখানে দীর্ঘদিন সংসার যাপন করেছেন তিনি। সেখানে তিনি নিয়মিত যে মসজিদে নিয়মিত নামাজ,সেই মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজার নামাজ। এরপর মরদেহ রাতেই বারডেম হাসপাতালের হিমঘরে নিয়া গিয়ে রাখা হবে এবং সেখান থেকে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় মরদেহটি নিয়ে যাওয়া হবে শহীদ মিনারে।’

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ বাদ যোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে চ্যানেল আইয়ে নেয়া হবে। আর সেখানে তার জানাজা শেষে মরদেহটি নিয়ে যাওয়া হবে জামালপুর।’

আমজাদ হোসেনের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য ইচ্ছা প্রকাশ করা হয়। কিন্তু পরবর্তীতে কিংবদন্তি এই চলচ্চিত্রকারের শেষ ইচ্ছানুযায়ি জামালপুরে বাবা-মার কবরের পাশে তাকে শায়িত করার সিদ্ধান্তটি নেওয়া হয়।

 

Bootstrap Image Preview