Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজয়কে দেখে হিংসায় জ্বলছেন রণবীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ AM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


কিছুদিন পরই মুক্তি পেতে চলেছে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’। বিয়ের পর প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখা যাবে ‘পদ্মাবত’ তারকা রণবীর সিংকে। গত ৩ ডিসেম্বর মুক্তি পায় রণবীর সিং-সারা আলি খান অভিনীত ‘সিম্বা’র ট্রেইলার। ট্রেইলার শুরুই হয় ‘সিংহম’ তারকা অজয় দেবগনের আকর্ষণীয় উপস্থিতি দিয়ে।

‘সিম্বা’য় অজয়ের ভূমিকা খুব ছোট, তবুও মনে হচ্ছে রণবীর সিং তাঁর উপস্থিতিকে খুব একটা ভালোভাবে নেননি। ট্রেইলারে ‘সিংহম’ তারকাকে এভাবে লাইমলাইটে আনাটাকে ভালো চোখে দেখছেন না রণবীর।

তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেইলার শুরু হয় বিশেষ ভূমিকায় অভিনয় করা অজয় দেবগনকে দিয়ে। ‘বাজিরাও সিংহম’ অজয় ছিলেন সৎ পুলিশ কর্মকর্তা। কিন্তু ‘সিম্বা’র সংগ্রাম ভালেরাও চরিত্রের রণবীর সিং সম্পূর্ণ বিপরীত। দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা তিনি। ট্রেইলারে পুলিশ কর্মকর্তা রণবীরকে বলতে শোনা যায়,‘পুলিশ হয়েছি টাকা কামানোর জন্য,রবিনহুডের মতো রক্ষাকর্তা হতে নয়।’

যা হোক,‘সিম্বা’র ট্রেইলারে অজয়কে দেখে হতাশ হন রণবীর সিং।

সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলকে ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেছেন, একটি ফোনকল পেয়ে রণবীর সিং হঠাৎ রেগে ওঠেন। স্বাভাবিকভাবে তিনি খুব হাসিখুশি মানুষ। কিন্তু সেই কলটি পাওয়ার পরই তাঁর মুড বদলে যায়। ওই সময় অনলাইনে ট্রেইলার মুক্তি পেয়েছিল।

যদিও ট্রেইলারে অজয় দেবগনের উপস্থিতি ভক্তদের জন্য সারপ্রাইজ ছিল,তবু ‘সিম্বা’য় রণবীরের চরিত্র সামাজিক মাধ্যমে কম প্রশংসিত হয়েছে। এই ছবিতে তিনি কেমন পারফর্ম করেছেন,তা দেখার জন্য ভক্তরা অপেক্ষায় আছেন।

অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ হয়ে ওঠার গল্পই বিধৃত হয়েছে ‘সিম্বা’ ছবিতে।

তেলেগু ছবি ‘টেম্পার’-এর রিমেক ‘সিম্বা’। ওই ছবির জুটি ছিলেন এন টি আর (জুনিয়র) ও কাজল আগরওয়াল। ‘সিম্বা’র প্রযোজক করণ জোহর ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট,আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

 

Bootstrap Image Preview