Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিঁথিতে মুগ্ধ পাকিস্তানি গায়ক শাফকাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ PM আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৮’র শেষ দিনে পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর পরিবেশনা সকলের মাঝে উন্মাদনার সৃষ্টি করে। গত শনিবার (১৭ নভেম্বর) রাতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। পরিবেশনার একপর্যায়ে তিনি স্টেজ থেকে নেমে আসেন এবং সামনের দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে গাইতে থাকেন। শাফকাত ধরা গানটি গাইতে গাইতে এক সময় মুখোমুখি হন সঙ্গীতশিল্পী সিঁথি সাহার।

ঠিক তখনই তার হাতের মাইক্রোফোনটি সিঁথির মুখের কাছে ধরেন এবং দুজন মিলে গানটি গেয়ে ওঠেন। এই সময় পুরো স্টেডিয়ামের দর্শকেরা হাততালি দিয়ে সাধুবাদ জানায় সিঁথিকে। তার গায়কিতে শাফকাত মুগ্ধ হয়ে কিছু সময় পর তাঁকে মঞ্চেও ডেকে নেন। এরপর মঞ্চে উঠে তার আরেকটি গানে কণ্ঠ মেলান সিঁথি। অনেকেই এই দৃশ্যটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করে সিঁথির গায়কির প্রশংসা করেন।

সিঁথি সাহা বলেন,‘তিনি আমার প্রিয় শিল্পীদের একজন এবং তাঁর অনেক গানই আমার জানা। লোকসংগীতের এই উৎসবে তাঁর সঙ্গে এভাবে সময় কাটাতে এবং গাইতে পেরে আমার খুব ভালো লাগছে।’

Bootstrap Image Preview