Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হলে দর্শক আটকাতে পারে 'দেবী'!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


মুক্তির আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারকা অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা ‘দেবী’। ছবিটি দেখতে দর্শকদের আগ্রহের কমতি ছিলো না। ‘দেবী’ মুক্তির পর অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে প্রেক্ষাগৃহে ছুটেছেন। আবার কেউ কেউ দেবী পোশাকে হাজির হয়েছেন।

এতদিন শুধু অভিনয় দিয়েই প্রশংসা কুড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার প্রথমবারের মত প্রযোজনার খাতায় নাম লিখিয়েও সেই ধারা অব্যহত রেখেছেন। সাধারণ দর্শকদের পাশাপাশি ছবিটিকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন গুণী শিল্পীরা। পশ্চিমবঙ্গের দর্শকরাও ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন।

এ প্রসঙ্গে জয়া আহসান জানিয়েছেন, ‘আমি ঠিক মাধ্যমে সব কাজ করতে চাই। কোন ছলচাতুরির সুযোগ নিয়ে আমি কিছুই করতে চাই না। আমি যেহেতু প্রোডিউসার তাই বাংলাদেশে একটু গুছিয়ে ওপার বাংলায় নিয়ে যেতে চাই। এই ছবির সাউন্ড ডিজাইনার, মিউজিক, পোস্ট প্রোডাকশনের অনেক কাজই কলকাতাতে হয়েছে। সেই অর্থে পশ্চিমবঙ্গের দর্শকদেরও এই ছবি। তাই ওপারের দর্শকদেরকেও ছবিটি দেখাতে চাই,  কিন্তু সেটা কবে তা এখনও বলতে পারছি না।’

এমন ছবি প্রতিনিয়ত নির্মাণ হলে বাংলাদেশের মানুষ হলমুখী হবে। ‘দেবী’র মতো ভালো কিছু সিনেমা দর্শকদের হলে ফিরতে বাধ্য করে। দর্শকরা হলে ফিরলে বাংলাদেশে হল কেন্দ্রিক সকল সমস্যার অবসান হবে বলে আশা করা যায়। আর পরিবারকে নিয়ে বসে দেখার মতো ছবি হলে দর্শক অবশ্যই তা গ্রহণ করবে। এরকম দেবী বারবার ফিরে আসুক। দেবীময় সিনেমা হল ভরে উঠুক কানায় কানায়।

Bootstrap Image Preview