Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানের 'পাখায় হাঁটার' শুটিংয়ের সময় পড়ে গায়কের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১০:৫১ AM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৩:২১ PM

bdmorning Image Preview


মিউজিক ভিডিওর শ্যুটিংয়ে বিমানের পাখায় হাঁটার সময় নিচে পড়ে গিয়ে কানাডার এক র‌্যাপ গায়কের মৃত্যু হয়েছে। ৩৩ বছর বয়সী গায়ক জন জেমসের ব্যবস্থাপকরা এক বিবৃতিতে শনিবার ব্রিটিশ কলম্বিয়ার ভারননে ওই দুর্ঘটনাটি হয় বলে জানিয়েছেন।

দুর্ধর্ষ সব স্টান্টের জন্য জন জেমসের বেশ খ্যাতি ছিল। এই স্টান্টটির (বিমানের পাখায় হাঁটা) জন্য গভীর অনুশীলন করেছিলেন তিনি। কিন্তু জন বিমানের পাখার দূরের প্রান্তের দিকে অনেকখানি চলে গিয়েছিলেন, যে কারণে সেশনা বিমানটি নিচের দিকে সর্পিলভাবে বেঁকে গিয়েছিল, পাইলট চেষ্টা করেও তা ঠিক করতে পারেননি। তিনি যখন পড়ে যান, তখন আর প্যারাসুট খোলারও সময় ছিল না। পড়ে যাওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশও শনিবার সন্ধ্যায় ‘প্যারাসুটবাহী এক ব্যক্তির হঠাৎ মৃত্যুর’ খবর পাওয়ার কথা নিশ্চিত করেছে। যে বিমানের পাখায় হাঁটার শ্যুটিং চলছিল সেই সেশনা ও তার চালক শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করতে পেরেছিল, জানিয়েছে কানাডার গণমাধ্যম সিটিভি।

Bootstrap Image Preview