Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউটিউবে আইয়ুব বাচ্চুর ‘সাউন্ড অব সাইলেন্স’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview


মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন রুপালি গিটারের গায়ক বাংলাদেশের কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। আর কখনো গিটার হাতে তুলে নিবেন না তিনি। তুলবেন না সুরের ঝংকার।

আইয়ুব বাচ্চু না ফেরার দেশে পাড়ি জমালেও রেখে গেছেন তার অগণিত সৃষ্টি। তার গাওয়া বহু কালজয়ী গান শুনেই এখন ভক্তদের তৃপ্ত থাকতে হবে। গানের পাশাপাশি রয়েছে আইয়ুব বাচ্চুর বহু লাইভ কনসার্টের রেকর্ড।

এমনই একটি কনসার্ট হলো ‘সাউন্ড অব সাইলেন্স’। যেখানে আইয়ুব বাচ্চু শুধুই গিটার বাজিয়েছিলেন। এটি ছিলো তার স্বপ্নের প্রজেক্ট। ২০১৭ সালের ২৪ মার্চ ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে প্রায় দেড় ঘণ্টার সরাসরি পরিবেশনায় সুরের এই জাদুকরের গিটারের সঙ্গে মেতেছিলেন শত শত শ্রোতা-দর্শক। এর পরপরই ‘বাংলাফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড অব সাইলেন্স’ শিরোনামের কনসার্টটি এক্সক্লুসিভলি প্রকাশ করা হয় দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। এবার পুরো কনসার্টটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে।

‘সাউন্ড অব সাইলেন্স’ এর কনটেন্ট পার্টনার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে ২১ অক্টোবর আপলোড করা হয়েছে আইয়ুব বাচ্চুর সেই পরিবেশনা। এখানে ভিন্ন ভিন্ন ৮টি পরিবেশনার শিরোনাম হচ্ছে ‘বর্ন ফাইটার’, ‘এন্ডলেস লাভ’, ‘থ্যাঙ্ক ইউ’, ‘সাউন্ড অব সাইলেন্স’, ‘ডোন্ট ওরি’, ‘ঊর্বশী’, ‘ইন দ্য ক্যাফে’ ও ‘স্বপ্নের বাংলাদেশ’।

Bootstrap Image Preview